ইউএস ওপেনের পুরুষদের সিঙ্গলসে সেমিফাইনালে উঠলেন জ্যানিক সিনার। গ্র্যান্ডস্লাম জয় থেকে আর মাত্র দুধাপ দূরে রয়েছেন এই ইতালিয়ান তারকা। মাত্র কয়েক সপ্তাহ আগেই ডোপিং কাণ্ডে নাম জড়িয়েছিল তাঁর। এবার সেই ঘটনার কয়েক মাসের মধ্যেই নিজের কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের সুযোগ ২৩ বছর বয়সী সিনারের কাছে। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ গ্রেট ব্রিটেনের জ্যাক ড্যাপার। এদিকে মহিলাদের সিঙ্গলসে ঘটল বড় অঘটন। হেরে গেলেন মহিলাদের মধ্যে বিশ্বের এক নম্বর ইগা সুয়াটেক, তিনি হেরে গেলেন জেসিকা পেগুলার কাছে।
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডানিল মেদভেদেভকে হারিয়ে দিলেন জ্যানিক সিনার। ইতালির এই তারকা চার সেটের লড়াইয়ে হারালেন ২০২১ সালের ইউএস ওপেন চ্যাম্পিয়ন রাশিয়ার মেদভেদেভকে। প্রথম সেট ৬-২ ফলে জিতে নেওয়ার পর, দ্বিতীয় সেট ১-৬ ফলে হেরে যান সিনার। এরপরের দুই সেটে অবশ্য আর রাশিয়ান মেদভেদেভকে ফিরতেই দেননি সিনার। ৬-১ ফলে তৃতীয় সেট এবং ৬-৪ ফলে চতুর্থ সেট পকেটে পুড়ে তিনি এগোলেন গ্র্যান্ডস্লাম জয়ের দিকে। আর দুই ধাপ অতিক্রম করতে পারলেই প্রথম গ্র্যান্ডস্লামের সুযোগ মিলবে তাঁর।
মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনাল ম্যাচে জেসিকা পেগুলো স্ট্রেট সেটে উড়িয়ে দিলেন বিশ্বের এক নম্বর ইগা সুয়াটেককে। ৬-২, ৬-৪ ফলে সহজেই ম্যাচ জিতে নিলেন তিনি। সেমিতে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা। অপ্রত্যাশিভাবেই সুয়াটেককে হারিয়ে দিলেন মার্কিন পেগুলা। মহিলাদের সিঙ্গলসের অপর সেমিফাইনালে মুখোমুখি হবে এমমা নাভারো এবং এরিনা সাবালেঙ্কা।
আরও পড়ুন-গ্রামের মানুষ ক্রিকেটের নাম শুনলে রেগে যেত! এখন সেখানেই তিনি হিরো! বলছেন RCB তারকা
পরিসংখ্যান বলছে এবারের ইউএস ওপেনে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস খেলোয়াড়দের পারফরমেন্স অত্যন্ত ভালো হয়েছে। পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে মুখোমুখি হবেন ফ্রান্সিস টিয়াফো এবং টেলর ফ্রিটজ। অর্থাৎ পুরুষদের সিঙ্গলসে পদক জয়ের সুযোগ থাকছে মার্কিনিদের কাছে। মহিলাদের সিঙ্গলসে দুটি সেমি ফাইনালেই রয়েছে মার্কিন প্রতিযোগি। প্রথম সেমিফাইনালে সাবালেঙ্কার সামনে আমেরিকান নাভারো, অন্য়দিকে দ্বিতীয় সেমিফাইনালে মুচোভার মুখোমুখি মার্কিন জেসিকা পেগুলো। পুরুষদের ডবলসে সেমিতে উঠেছে আয়োজক দেশের জ্যাকসন উইথ্র-নাথানিয়েল ল্যামস জুটি। মিক্সড ডবলসের সেমিতেও রয়েছে আমেরিকার টেলর টাউনসেন্ড-ডোনাল্ড ইয়ং জুটি। ফলে চারটি বিভাগেই গ্র্যান্ডস্লাম জয়ের হাতছানি রয়েছে মার্কিনদের সামনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।