অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয়েছিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা জ্যানিক সিনার এবং অস্ট্রেলিয়ান ওয়াইল্ড কার্ড এন্ট্রি ত্রিস্তান স্কুলকেট। দ্বিতীয় রাউন্ডের প্রথম সেটে চমক দেন এই অজি টেনিস খেলোয়াড়। বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ধরাশায়ী করেন তিনি। এরকম কিছু যে হবে তা হয়তো স্বপ্নেও ভাবতে পারেননি কেউ। কিন্তু সেই অসম্ভবকে সম্ভব করে দেখান ত্রিস্তান। তবে এরপরে ঘুরে দাঁড়ান সিনার। জ্যানিককে ঘিরে বিতর্কের শেষ নেই। ডোপিংয়ের অভিযোগ যে এখনও তাঁর মাথায় ঘুরছে তা বোঝা যায় অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগেই। সেই বিষয়টাই প্রথম গেমে প্রভাব ফেলেছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
প্রথম সেটে হার সিনারের, পরে কামব্যাক:
অস্ট্রেলিয়ান ওপেনের শুরুটা ভালো হয়নি এই ইতালিয়ান টেনিস তারকার। প্রথম ম্যাচেও লড়াই করে জিততে হয়েছিল তাঁকে। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন চিলির নিকোলাস জ্যারি। ম্যাচের ফলাফল ছিল ৭-৬ (৭-২), ৭-৬ (৭-৫), ৬-১। এদিন দ্বিতীয় রাউন্ডেও একই ভাবে লড়াই দিতে হয় তাঁকে। প্রথম সেটে পরাজিত হন তিনি। অস্ট্রেলিয়ান ওয়াইল্ড কার্ড এন্ট্রি ত্রিস্তান স্কুলকেট দুরন্ত পারফরম্যান্স করে সেটটি ৬-৪ ব্যবধানে জিতে নেন। তবে এরপর নিজের ফর্মে ফেরেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। শেষ তিনিটি সেট জিতে জয় ছিনিয়ে নেন তিনি। খেলার শেষে সিনারের পক্ষে ফল ছিল ৪-৬, ৬-৪, ৬-১, ৬-৩। শনিবার তৃতীয় রাউন্ডের ম্যাচ রয়েছে জ্যানিক সিনারের। মুখোমুখি হবেন আমেরিকার মার্কোস গিরনের।
জ্যানিক সিনারের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ:
গত বছরের মার্চ মাসে পরীক্ষায় জ্যানিক সিনারের শরীরে নিষিদ্ধ ক্লোস্টবল পাওয়া যায়। কিন্তু এক ইন্ডিপেন্ডেন্ট ট্রাইব্যুনাল তাঁকে খেলা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়। সিনার এরপর ইউএস ওপেনে অংশগ্রহণ করেন এবং চ্যাম্পিয়ন হন। আন্তর্জাতিক টেনিস ইন্টেগ্রিটি এজেন্সি (ITIA) সিনারকে ক্লিনচিট দেয়। তারা সেই সময় বলে, বছরের শুরুর দিকে দু’বার ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার পর সিনার আর কোনও অন্যায় করেননি। ITIA-কে দেওয়া ব্যাখ্যায় বিশ্বের এক নম্বর টেনিস তারকা বলেছিলেন, তাঁর চোট সারানোর জন্য ফিজিওথেরাপিস্ট একটি স্প্রে ব্যবহার করেছিলেন, তার মধ্যেই সেই নিষিদ্ধ পদার্থটি ছিল। সেই সময়ই তা তাঁর শরীরে প্রবেশ করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।