আর্থিকভাবে ওদের কিছু করার ক্ষমতাই নেই, ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের বিরুদ্ধে সরব হোল্ডার
১ মিনিটে পড়ুন . Updated: 25 Dec 2021, 02:52 PM IST- ২০১৯ সাল পর্যন্ত হোল্ডার ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিন ফর্ম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব সামলান।
এক সময়ে বিশ্বক্রিকেটে একচেটিয়া রাজত্ব করা ওয়েস্ট ইন্ডিজ দল আজ দাপট দেখানো তো দূর টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়া বেশিরভাগ সময় প্রতিপক্ষকে ঠিকঠাক চ্যালেঞ্জও জানাতে পারে না। বোর্ডের সঙ্গে সিনিয়ার ক্রিকেটারদের ঝামেলা, বোর্ডের আর্থিক অবস্থা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রিকেটের অবনতি ত্বরান্বিত করেছে।
দলের একদা অধিনায়ক জেসন হোল্ডারও ওয়েস্ট ইন্ডিজ দলের দায়িত্ব পালন করা নিয়ে করা কতটা চ্যালেঞ্জিং সেই নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুখ খুললেন। ২০১৯ সাল পর্যন্ত উইন্ডিজ অধিনায়ক হোল্ডার ব্র্যাড হগের ইউটিউব চ্যানেলে জানান, ‘বোর্ড বা দলের তরফে সবসময় কিছু না কিছু ঝামেলা থাকতই। কখনই ১০০ শতাংশ সমর্থন পাওয়া সম্ভব ছিল না। আমার মনে হয় আমাদের সিস্টেমটাই খারপ এবং দ্রুত এর পরিবর্তন করাটা দরকার। তবে বোর্ডের তরফে বলতে গেলে, আমার মনে হয় না আর্থিকভাবে ওদের নতুন কিছু করার বা যেটুকু আছে, সেটাকেও ধরে রাখার ক্ষমতা আছে।’
একাধিক দ্বীপপুঞ্জ মিলিত হয়ে গঠিত হয় ওয়েস্ট ইন্ডিজ দল। নিঃসন্দেহে এমন এক দলকে নেতৃত্ব দেওয়াটা কঠিন। অধিনায়কত্ব করা নিয়ে চ্যালেঞ্জের বিষয়ে জানাতে গিয়ে হোল্ডারের দাবি, ‘ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের অধিনায়কত্ব করাটা বিশাল বড় চ্যালেঞ্জ। আমার মতে ম্যানেজমেন্ট বা বোর্ডের তরফে দৃঢ় সমর্থন না থাকলে কাজ করাটা অসম্ভব হয়ে যায়। আমার মতো এমন কোনো সাজঘরই মনে পড়ে না যেখানে এমন ধরনের সমর্থন ছিল।’