বাংলা নিউজ > ময়দান > ইংল্যান্ডের জন্য কখনও খেলতে না বলবেন না, তবে আমেরিকায় ক্রিকেট লিগে অংশ নেবেন, বলে দিলেন জেসন রয়

ইংল্যান্ডের জন্য কখনও খেলতে না বলবেন না, তবে আমেরিকায় ক্রিকেট লিগে অংশ নেবেন, বলে দিলেন জেসন রয়

জেসন রয়।

আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের প্রথম আসর। সেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সঙ্গে জেসন রয় প্রায় ৩ লাখ পাউন্ডের বিনিময়ে দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন বলে খবর।

বুধবার ইংল্যান্ডের তারকা ওপেনার জেসন রয়কে ঘিরে একটি প্রতিবেদন নিয়ে বেশ চাঞ্চল্য ছড়ায়। সেই প্রতিবেদনে বলা হয়েছিল, ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছেন জেসন রয়। তিনি যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে যোগ দিতেই ইসিবি-র চুক্তির আওতায় থাকছেন না। লাভজনক চুক্তির কারণেই তিনি সিদ্ধান্ত নিচ্ছেন।

আগামী ১৩ জুলাই থেকে শুরু হতে চলেছে যুক্তরাষ্ট্রের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের প্রথম আসর। সেখানে লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের সঙ্গে জেসন রয় প্রায় ৩ লাখ পাউন্ডের ( ভারতীয় মুদ্রায়৩ কোটিরও বেশি) বিনিময়ে দুই বছরের জন্য চুক্তি করতে যাচ্ছেন বলে দাবি করেছিল ডেইলি মেইল।

তবে তারকা ব্রিটিশ ওপেনার মেজর লিগ খেলা নিয়ে বিতর্ক তৈরি হওয়ায়, নিজের অবস্থান সম্পর্কে একটি সোজাসাপ্টা বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, কিছু সংবাদমাধ্যমে তাঁর ইংল্যান্ডের চুক্তি ছেড়ে মেজর লিগ খেলতে যাওয়ার যে খবর প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ঠিক নয়। কলকাতা নাইট রাইডার্সের ওপেনার বলে দিয়েছেন, তিনি মেজর লিগে খেলবেন, আবার ইংল্যান্ডের হয়েও খেলবেন।

আরও পড়ুন: টাইটান্সের ডেরায় অপ্রতিরোধ্য নন হার্দিকরা, ঘরের মাঠ হলেও লড়াই হবে সেয়ানে সেয়ানে

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে জেসনের পূর্ণ চুক্তি নেই। গত অক্টোবরে ঘোষিত কেন্দ্রীয় চুক্তিতে ‘ইনক্রিমেন্ট চুক্তি’ নামের একটি শ্রেণীতে রাখা হয় তাঁকে। অর্থাৎ জেসনের চুক্তি নির্ভর করে তাঁর খেলার উপর। কিছু সংবাদ মাধ্যম জানিয়েছিল যে, তাই জেসন চাইছেন ইংরেজ বোর্ডের চুক্তি ছেড়ে মেজর লিগে খেলতে। কিন্তু জেসন টুইট করে লেখেন, ‘গত ২৪ ঘণ্টা ধরে ভুল তথ্য ছড়াচ্ছে। পরিষ্কার ভাবে বলতে চাই যে, আমি ইংল্যান্ড ক্রিকেট ছেড়ে বেরিয়ে যাচ্ছি না। দেশের হয়ে খেলা আমার কাছে গর্বের। অনেক বছর আমি দেশের হয়ে খেলতে চাই। বোর্ডের সঙ্গে আমার মেজর লিগে অংশ নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। আমি খেলতে যাওয়ায় বোর্ড খুশি। আমার সঙ্গে যে চুক্তি রয়েছে সেটার পুরো টাকাও দিতে হবে না বোর্ডকে। আমি দেশের হয়ে এক ধরনের ক্রিকেটই খেলি ফলে আমার কোনও পূর্ণ চুক্তি নেই। ইংল্যান্ডের কোনও খেলাও নেই সামনে। ক্রিকেটার হিসাবে মেজর লিগে খেললে আমি উপকৃতই হব। আমি শুধু পরিষ্কার ভাবে জানাতে চাই যে, আমার কাছে সবার আগে ইংল্যান্ডের হয়ে খেলা। সামনে বিশ্বকাপ রয়েছে। এক জন ক্রিকেটার হিসাবে আমি গর্ব বোধ করব সেই প্রতিযোগিতায় খেলতে পারলে।’

আরও পড়ুন: বিশেষজ্ঞদের 2023 IPL-এর একাদশে নেই কোহলি-রোহিত-জাদেজারা, নাম নেই KKR-এর এক জনেরও

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সিদ্ধান নিয়েছে, যে সব ইংরেজ ক্রিকেটারদের পূর্ণ চুক্তি রয়েছে বোর্ডের সঙ্গে, তাঁরা মেজর লিগ খেলতে পারবেন না। মেজর লিগ যে সময় হবে, সেই সময়ে ইংল্যান্ডে ক্রিকেট মরসুম। কাউন্টি ক্রিকেট চলবে। ওভাল ইনভিনসিবলসের হয়ে দ্য হান্ড্রেডে খেলেন জেসন রয়। তবে পরের মরশুম থেকে অগস্ট পর্যন্ত খেলা হতে পারে মেজর লিগ ক্রিকেটে। সে ক্ষেত্রে সেটি ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের সূচির সঙ্গে ধাক্কা খাবে। সে কারণেই মেজর লিগ নিয়ে আপত্তি রয়েছে ইসিবি-র।

এ দিকে যুক্তরাষ্ট্রের নতুন লিগে বিদেশি তারকা হিসেবে এরই মধ্যে ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ, মার্কাস স্টোইনিস, এনরিখ নরকিয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কুইন্টন ডি'কক, দাসুন শানাকাদের নাম।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের সাঁতার শিখছে রাজ-শুভশ্রীর ছেলে! জলে নেমে ইউভান ভয় পেতেই তার বড় দিদির পরামর্শ… ওয়েনাড়ে যাবতীয় নজর রাহুলে, অতীতের ট্র্যাক রেকর্ডই ভরসা সিপিআই-এর প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে চিত্র-বিচিত্র সলমন! হীরামান্ডির স্ক্রিনিংয়ে ড্রাগন বল জেড প্যান্টে এলেন ভাইজান শিলচর লোকসভা কেন্দ্র ২০২৪: লড়াইয়ে আছে TMC সুস্মিতা দেবের প্রাক্তন সিটে রাতে ঘুমোনোর আগে পা ধুয়ে নেন তো? এই অভ্যাসটি না থাকলে, লেখাটি অবশ্যই পড়ুন বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো চাকরির জন্য ভাইয়ের কাছে পাঠিয়েছিলেন অভিষেক, ৮ লক্ষ টাকা করে চেয়েছিলেন আকাশ শশী বনাম রাজীব, তিরুবনন্তপুরমের ওপর নজর সারা দেশের, একদা ছিল বাম দুর্গ!

Latest IPL News

পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি? রাসেলের ওপর ফাটকা খেলে গেমিং অ্যাপ থেকে ১.৫ কোটি টাকা জিতলেন সেভেন পাশ দীপু দিনে ১ টাকারও কমে সব দেখা যাবে Jio Cinema-য়! নয়া ২ প্ল্যান আম্বানিদের, কী আছে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.