বাংলা নিউজ > ময়দান > শীঘ্রই NCA-তে রিহ্যাব শুরু করবেন বুমরাহ, অস্ত্রোপচার করাতেই হচ্ছে শ্রেয়সকে

শীঘ্রই NCA-তে রিহ্যাব শুরু করবেন বুমরাহ, অস্ত্রোপচার করাতেই হচ্ছে শ্রেয়সকে

জসপ্রীত বুমরাহ এবং শ্রেয়স আইয়ার।

বিসিসিআই জানিয়ে দিয়েছে, বুমরাহ শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করে দেবেন। অস্ত্রোপচারের ছয় সপ্তাহ পর রিহ্যাব শুরু করার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর অবশ্য এখন আর যন্ত্রণাও নেই বুমরাহের। তাই আগামী শুক্রবার থেকেই এনসিএ-তে রিহ্যাব শুরু করবেন তিনি।

জসপ্রীত বুমরাহ এবং শ্রেয়শ আইয়ারের চোট ভারতীয় ক্রিকেটের কাছে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের চোটের কী পরিস্থিতি, কী হতে চলেছে, সবটাই যেন ধোঁয়াশা ছিল। অনেক প্রাক্তন এবং ক্রিকেট বিশেষজ্ঞ এ রকম ধোঁয়াশা রাখার জন্য ক্ষোভ উগরে দিচ্ছেন। শেষ পর্যন্ত শনিবার বিসিসিআই এই দুই তারকার চোট সম্পর্কে বিস্তারিত আপডেট দিয়েছেন।

বিসিসিআই জানিয়ে দিয়েছে, বুমরাহ শীঘ্রই বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করে দেবেন। অস্ত্রোপচারের ছয় সপ্তাহ পর রিহ্যাব শুরু করার পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অস্ত্রোপচারের পর অবশ্য এখন আর যন্ত্রণাও নেই বুমরাহের। তাই আগামী শুক্রবার থেকেই এনসিএ-তে রিহ্যাব শুরু করবেন তিনি। এমনটাই জানিয়েছে বিসিসিআই।

আরও পড়ুন: খুঁড়িয়ে মাঠ ছাড়েন,ব্যাট হাতে ব্যর্থ হন, রাসেলের চোটের হাল কী?আপডেট দিলেন নীতিশ

ভারতীয় দলের এই তারকা পেসার যাতে ওডিআই বিশ্বকাপের আগে সম্পূর্ণ ভাবে সুস্থ হয়ে উঠতে পারেন, সেই চেষ্টাই অনবরত করছে বোর্ড। তবে সেই চেষ্টা করতে গিয়ে বাড়তি ঝুঁকি নিতে রাজি নন বিসিসিআই কর্তারা। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে দলের বাইরে বুমরাহ। এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ, বর্ডার-গাভাসকর ট্রফি সহ একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ মিস করেছেন বুমরাহ। খেলতে পারেননি ২০২৩ আইপিএলেও। রিহ্যাব শুরু করে দিলেও, কবে তিনি মাঠে ফিরবেন, তা নিয়ে জোর জল্পনা রয়েছে। বুমরাহ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পাইনালেও খেলতে পারবেন না। তবে বিসিসিআই বুমরাহের ক্ষেত্রে ফোকাস করেছে, শুধুমাত্র ঘরের মাঠে ওডিআই বিশ্বকাপকে। তার আগে তারকা পেসারকে সুস্থ করে তুলতে চাইছে তারা। আর সেই প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী সপ্তাহ থেকে।

আরও পড়ুন: SRH-এর কাছে হেরে শীর্ষে ওঠা হল না KKR-এর, বড় লাফ দিল সানরাইজার্স

বুমরাহের মতোই পিঠের চোট নিয়ে ভুগছেন শ্রেয়স আইয়ার। তাঁকে প্রথমেই অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি রাজি হননি। তবে শনিবার বিসিসিআই যে আপটেড দিয়েছেন, তাতে অস্ত্রোপচার করাতেই হচ্ছে শ্রেয়সকে। প্রথম শ্রেয়স অস্ত্রোপচার রাজি না হওয়ায়, কলকাতা নাইট রাইডার্স আশা করেছিল, আইপিএলে পরের দিকে সম্ভত তাঁকে পাওয়া যাবে। কিন্তু এখন অস্ত্রোপচার করাতে হলে, কবে তিনি মাঠে ফিরবেন, সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

তবে শ্রেয়স ইতিমধ্যেই আইপিএল থেকে তো ছিটকে গিয়েছেনই। সেই সঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন। আসলে পিঠের চোটে কাবু শ্রেয়সের অস্ত্রোপচার হবে আগামী সপ্তাহে। এর পর সপ্তাহ দুয়েকের জন্য চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন। তার পর এনসিএতে রিহ্যাব শুরু করে দেবেন শ্রেয়সও। বোর্ডের আশায় রয়েছে, বুমরাহ এবং শ্রেয়স- দুই তারকাই সম্পূর্ণ সুস্থ হয়ে ঘরের মাঠে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপে অংশ নিতে পারবে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

দুর্গাপুজোর আগে ৬ দিনে ৩৩৫ জন গ্রেফতার, মহিলা যাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের জের ACL2-তে ফিরছে মোহনবাগান? সমালোচনার মুখে পালটি AFC-র? জল্পনা উসকে দিল নিজেরাই তেল চিটচিটে কিচেন চিমনি পরিষ্কার করবেন যে টোটকায় কাঁচা লঙ্কায় সারে মাইগ্রেন! বাড়ায় মেটাবলিজমও! জানেন আর কী কী গুণ আছে? পুজোর ছুটিতে লন্ডনে, বেড়াতে যাওয়ার ভিডিয়ো দিলেন ভাস্বর নাম ঘোষণা হতেই চোখ ছলছল! রাষ্ট্রপতির থেকে দাদা সাহেব ফালকে সম্মান গ্রহণ মিঠুনের গল্ফ খেলার জন্য নেই বোলিং কোচ, এদিকে কচুকাটা হচ্ছে ইংল্যান্ড, ব্যাজ কী বলছেন? শ্যুটিং সেটের দেওয়াল পড়ল পিঠে! দুর্ঘটনায় গুরুতর আহত গায়িকা তুলসী কুমার এ দৃশ্য আগে কখনও দেখেছে বিশ্বফুটবল…! বুন্দেসলিগায় অবাক কীর্তি…আজব পেনাল্টি উপহার ধৌলাগিরি শৃঙ্গ জয় করতে এসে প্রাণ গেল ৫ রুশ পর্বতারোহীর, মিলল দেহের খোঁজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.