জসপ্রীত বুমরাহ কবে মাঠে ফিরবেন, এই প্রশ্ন ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। সময় যত যাচ্ছে, জাতীয় দলে জসপ্রীত বুমরাহর ফেরাটা ততই খারাপের দিকে যাচ্ছে। এশিয়া কাপের সময় থেকে চোটে ভুগছেন তিনি। মাঝে তাঁকে জোর করে দলে প্রবেশ করাতে গেলেও তা ব্যুমেরাং হয়েছে। পুরনো জায়গায় ফের চোট পেয়েছেন। তার পর থেকেই তিনি দলের বাইরে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে বুমরাহর প্রত্যাবর্তনের কথা থাকলেও, শেষ মুহূর্তে তিনি ফের সরে দাঁড়ান। ফলে বুমরাহকে নিয়ে আশঙ্কা আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে বুমরাহকে নিয়ে বেশ আশঙ্কার কথাই শোনা যাচ্ছে। ওডিআই বিশ্বকাপ এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বছরে যা মোটেও ভালো বার্তা নয় ভারতের কাছে।
সম্প্রতি জানা গিয়েছে, বুমরাহকে আরও এক মাস রিহ্যাবের পরামর্শ দেওয়া হয়েছে। এর পরেও কোনও নিশ্চয়তা নেই, তিনি পুরো সুস্থ হয়েই তার পরে মাঠে ফিরবেন। নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজে তাঁকে পাওয়া যাবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু'টি টেস্টের দল ঘোষণা হয়েছে। প্রত্যাশিত ভাবে সেই টিমে নেই বুমরাহ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে গুরুত্বপূর্ণ সিরিজে বুমরাহকে না পাওয়া একটা ধাক্কা। তবে আইপিএল-এর সময়ে তিনি সুস্থ হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। যদিও সবটাই অনুমান, নিশ্চিত করে এখনও কিছু বলা যাচ্ছে না।
আরও পড়ুন: টি20-তে পৃথ্বী, ওডিআইতে কিপার ভারত, ব্যক্তিগত কারণে নেই অক্ষর-রাহুল
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে বুমরাহর ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে তাঁর ফেরা পিছিয়ে দেওয়া হয়। বিসিসিআই-এর পক্ষ থেকে জানা গিয়েছে এনসিএ-তে দু'বার অনুশীলন করেছেন বুমরাহ। কিন্তু তার পর পিঠে ব্যথা অনুভব করেন। আন্তর্জাতিক ম্যাচে ফেরার আগে বুমরাহ কতটা তৈরি তা জানার জন্য এনসিএ-তে বোলিং করানো হচ্ছিল। ফিটনেস টেস্টে পাশ করলেও টানা বল করতে গিয়ে ব্যথা অনুভব করেছেন তিনি। তাই তাঁকে ফের রিহ্যাবে পাঠানো হয়েছে। নতুন করে তাঁকে আবার ফিটনেস টেস্ট দিতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে তাঁকে পরীক্ষা দিয়ে তার পরেই দলে জায়গা করে নিতে হবে।
যাই হোক বুমরাহ ছাড়া টিম যদি অভ্যস্ত হয়ে পড়ে, তবে তারকা পেসারের পরবর্তীতে দলে ঢোকাটা চাপ হয়ে যাবে। মহম্মদ সিরাজ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করছেন। উমরান মালিকও ধীরে ধীরে নজর কাড়ছেন। আর্শদীপ সিং-ও উঠতি তারকা। এঁরা যদি নিজেদের জায়গা বানিয়ে ফেলেন, তবে বুমরহাকে কিন্তু চাপে পড়তে হবে।