বাংলা নিউজ > ময়দান > Bumrah likely to miss IPL 2023, WTC Final: চোটের জন্য IPL-এও অনিশ্চিত বুমরাহ, সম্ভবত থাকবেন না WTC ফাইনালে - রিপোর্ট

Bumrah likely to miss IPL 2023, WTC Final: চোটের জন্য IPL-এও অনিশ্চিত বুমরাহ, সম্ভবত থাকবেন না WTC ফাইনালে - রিপোর্ট

জসপ্রীত বুমরাহ। (ফাইল ছবি, সৌজন্যে বিসিসিআই)

Bumrah likely to miss IPL 2023, WTC Final: গত বছর ২৫ সেপ্টেম্বর ভারতের হয়ে শেষবার খেলেছিলেন জসপ্রীত বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টি-টোয়েন্টি ম্যাচের পর আর ভারতীয় জার্সি পরে মাঠে নামেননি। এবার আইপিএল এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অনিশ্চিত বুমরাহ।

এবারের আইপিএলেও সম্ভবত খেলতে পারবেন না জসপ্রীত বুমরাহ। শুধু তাই নয়, ভারত এবার যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে, তাহলেও বুমরাহকে ছাড়াই নামতে হতে পারে রোহিত শর্মাদের। এমনই জানানো হয়েছে একটি প্রতিবেদনে। ওই প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিকভাবে বুমরাহের চোট যতটা কম গুরুতর মনে করা হয়েছিল, সেটা মোটেও নয়। বরং ভারতের তারকা পেসারের চোট আরও গুরুতর।

গত বছর ২৫ সেপ্টেম্বর ভারতের হয়ে শেষবার খেলেছিলেন বুমরাহ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই টি-টোয়েন্টি ম্যাচের পর আর ভারতীয় জার্সি পরে মাঠে নামেননি। তারইমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এবং আইপিএলের সূত্র উদ্ধৃত করে ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়েছে, এখনও সুস্থ বোধ করছেন না বুমরাহ। আরও বেশিদিন মাঠের বাইরে থাকতে পারেন। পরিস্থিতি এমন দিকে গড়াতে পারে যে একেবারে ৫০ ওভারের বিশ্বকাপে তাঁকে খেলানোর চেষ্টা করতে পারে ভারত। যা আগামী অক্টোবর-নভেম্বরে হবে।

আরও পড়ুন: পুরো ফিট না হয়ে ইঞ্জেকশন নিয়ে খেলেন ক্রিকেটাররা, স্টিং অপারেশনে বললেন চেতন শর্মা

অথচ একটা সময় তাঁকে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের দলে রাখা হয়েছিল (চলতি বছরের শুরুতেই)। পরে অবশ্য নাম প্রত্যাহার করে নেন বুমরাহ। তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের দলেও রাখা হয়নি। একাধিক রিপোর্ট অনুযায়ী, আগামী মার্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে একদিনের সিরিজ আছে, সেই সিরিজের জন্যও বুমরাহকে ছাড়পত্র দেয়নি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ)। এবার ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে বুমরাহের চোট যেরকম করা হয়েছিল, তার থেকে বেশি গুরুতর। আর এনসিএয়ের তরফেও তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বুমরাহর বোলিং অ্যাকশন ছিল না পসন্দ, বদলাতেও বলেছিলেন- নিজেই জানালেন ভরত অরুণ

এমনিতে এবার ৩১ মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে। চলবে মে'র শেষ সপ্তাহ পর্যন্ত। একাধিক রিপোর্ট অনুযায়ী, আইপিএলের মধ্যে দিয়েই পেশাদার ক্রিকেটে ফেরার পথ প্রশস্ত হত বুমরাহের। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের চার ওভার বল করতেন। সেইমতো ওয়ার্কলোড ম্যানেজমেন্টও করা হত। তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (জুন) এবং বিশ্বকাপে খেলতেন বুমরাহ। কিন্তু এখন যে তথ্য সামনে এসেছে, তাতে সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। কখন বুমরাহ পেশাদার ক্রিকেটে ফের ফিরতে পারবেন, তা নিয়ে জল্পনা চলছে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন