বাংলা নিউজ > ময়দান > Jasprit Bumrah ruled out of T20 World Cup: ভেঙে গেল সৌরভের আশা, T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ, ঘোষণা BCCI-র

Jasprit Bumrah ruled out of T20 World Cup: ভেঙে গেল সৌরভের আশা, T20 বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন বুমরাহ, ঘোষণা BCCI-র

জসপ্রীত বুমরাহ। (ফাইল ছবি, সৌজন্যে এপি)

Jasprit Bumrah ruled out of T20 World Cup: ভারতীয় তারকার পরিবর্ত হিসেবে কে মূল দলে ঢুকতে চলেছেন, তা এখনও ঘোষণা করেনি ভারতীয় বোর্ড। অনেকের মতে, বুমরাহের পরিবর্ত হিসেবে ভারতের মূল দলে শামির জায়গা পাওয়া উচিত।

সরকারিভাবে ঘোষণার অপেক্ষা ছিল। অষ্টমীর সন্ধ্যায় সেটাও করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। তবে ভারতীয় তারকার পরিবর্ত হিসেবে কে মূল দলে ঢুকতে চলেছেন, তা এখনও ঘোষণা করেনি ভারতীয় বোর্ড।

সোমবার সন্ধ্যার দিকে ভারতীয় বোর্ডের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, 'পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে জসপ্রীত বুমরাহ খেলতে পারবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআইয়ের মেডিকেল টিম। বিস্তারিতভাবে পরীক্ষা-নিরীক্ষা এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিঠের চোটের কারণে প্রাথমিকভাবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন বুমরাহ।'

আরও পড়ুন: Twitter Reaction on Jasprit Bumrah: এই বছর MI-এর হয়ে বুমরাহ খেলেছেন ১৪ ম্যাচ, জাতীয় দলের হয়ে মাত্র ৫টি T20

চোটের জন্য বুমরাহ যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারবেন না, তা বিসিসিআইয়ের এক কর্তাকে উদ্ধৃত করে জানিয়েছিল সংবাদসংস্থা পিটিআই। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তারইমধ্যে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় কিছুটা আশা জেগেছিল ভারতীয়দের মনে। দিনকয়েক আগে তিনি দাবি করেছিলেন, বুমরাহ এখনও ছিটকে যাননি। তিনি আশা করেছিলেন যে অস্ট্রেলিয়ার বিমানে উঠতে পারবেন ভারতের তারকা। 

তবে অষ্টমীর সন্ধ্যায় সৌরভের সেই আশা ভেঙে গিয়েছে। বিসিসিআইয়ের তরফে বিবৃতিতে বলা হয়েছে, 'বিশ্বকাপের জন্য (যা আগামী অক্টোবর থেকে নভেম্বরে অস্ট্রেলিয়ায় হতে চলেছেন) শীঘ্রই বুমরাহের পরিবর্ত খেলোয়াড়ের নাম ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।'

আরও পড়ুন: Jasprit Bumrah: ‘স্ট্রেস ফ্র্যাকচার’ নয় বুমরাহর হয়েছে ‘স্ট্রেস রিঅ্যাকশন’, জেনে নিন কত দিনে সুস্থ হবেন জসপ্রীত

বুমরাহের পরিবর্তে কি শামি?

অনেকের মতে, বুমরাহের পরিবর্ত হিসেবে ভারতের মূল দলে শামির জায়গা পাওয়া উচিত। আপাতত স্ট্যান্ড বাই হিসেবে আছেন তিনি। বিশেষজ্ঞদের বক্তব্য, বুমরাহের মতো অভিজ্ঞতা আছে শামির। 

তবে অপর অংশের বক্তব্য, জাতীয় দলের হয়ে দীর্ঘদিন টি-টোয়েন্টি খেলেননি। সেইসঙ্গে ডেথ ওভারে প্রচুর রান খরচের প্রবণতা আছে শামির। তাঁকে শুরুতেই বল করিয়ে নেন অধিনায়করা। ফলে বুমরাহের শূন্যস্থান পূরণ করতে পারবেন না। ভারতের এমন একজন বোলার দরকার, যিনি ডেথেও (১৬ থেকে ২০ ওভার) বল করতে পারবেন। সেই যুক্তিকেই শামি-পন্থীদের বক্তব্য, ডেথের জন্য আপাতত হার্ষাল প্যাটেল এবং আর্শদীপ সিং আছেন। তাই শামিকে শুরুর দিকেই বল করিয়ে নিতে পারবেন রোহিত শর্মা।

বন্ধ করুন
Live Score