বাংলা নিউজ > ময়দান > ট্রেন্ট ব্রিজের অনার বোর্ডে আবারও নাম তুলে ফেললেন বুমরাহ, ভিডিও শেয়ার করল BCCI

ট্রেন্ট ব্রিজের অনার বোর্ডে আবারও নাম তুলে ফেললেন বুমরাহ, ভিডিও শেয়ার করল BCCI

ট্রেন্ট ব্রিজের অনার বোর্ডে আবারও নাম তুলে ফেললেন বুমরাহ।

এই ট্রেন্ট ব্রিজেই এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির বুমরাহ দ্বিতীয় বার গড়লেন। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই এই মাঠে জীবনের প্রথম টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরাহ।

নাটিংহ্যামের পিচে রয়েছে গতি। আর সেই গতিকেই কাজে লাগিয়ে ট্রেন্ট ব্রিজের অনার বোর্ডে নাম তুলে ফেললেন জসপ্রীত বুমরাহ। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিয়ে এই সম্মান পেলেন বুমরাহ। টেস্টের এক ইনিংসে ৫ উইকেটের হলেও ঢুকে পড়লেন তিনি। 

এই ট্রেন্ট ব্রিজেই এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির বুমরাহ দ্বিতীয় বার গড়লেন। এর আগে ২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধেই এই মাঠে জীবনের প্রথম টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন বুমরাহ। বিসিসিআই টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছ। সেখানে দেখে গিয়েছে ট্রেন্ট ব্রিজের অনার বোর্ডে অলি রবিনসনের পরেই বুমরাহর নাম আরও এক বার লেখা হচ্ছে। অলি রবিনসনও ভারতের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়েছিলেন। আর রবিনসনের আগেও রয়েছে বুমরাহর নাম। ২০১৮ সালে ৫ উইকেট নেওয়ার জন্য। এ ছাড়াও হার্দিক পাণ্ডিয়া, মিচেল স্টার্ক, স্টুর্য়ার্ড ব্রড, জেমস অ্যান্ডারসনদেরও নাম রয়েছেন এই অনার বোর্ডে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ব্যর্থতা কাটিয়ে জসপ্রীত বুমরাহ ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের ছন্দে ফিরেছেন। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তিনি। ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ১৮৩ রানে অল আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে আবার তিনি একাই ৫ উইকেট নেন। ৩০৩ রানে অল আউট হয় ইংল্যান্ড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সর্বকালের সেরা ভারতীয় দলে জায়গা হল না দুই ১০ হাজারির! গম্ভীরকেও বাদ দিলেন চাওলা 'পুরোটাই পূর্বপরিকল্পিত', বিতর্কেও পরিচালকের ঢাল হয়ে দাঁড়িয়ে অরিন্দম সঙ্গী! ২০২১ সালে হারিয়েছিলেন বড় ছেলেকে, এবার না ফেরার দেশে ইয়েচুরি ‘উই ট্রায়েড আওয়ার বেস্ট,আশা করি জনগণ আমায় ক্ষমা করবেন’, বার্তা দিদির ঐন্দ্রিলার 'অত্যাচারে' নাজেহাল অঙ্কুশ! আফসোস করে কেন লিখলেন, ‘গিনিপিগ হতে…’ শুধু সলমন-রশ্মিকাই নন, 'সিকান্দার'-এ থাকছেন কাজলও! শুরু করলেন শ্যুটিং পিছিয়ে পড়েও কাস্টমসের বিরুদ্ধে দাদাগিরি ইস্টবেঙ্গলের, জয় পেল মহামেডানও ফ্যানদের ব্যবহারে ক্ষুব্ধ হয়েছিলেন এই তারকারা, কোনও রকমে সামলেছিলেন নিজেদের ডাক্তারদের আন্দোলন,‘সুপ্রিম কোর্টের রায়ের কোনো মূল্য নেই?’প্রশ্নে রানা লিখলেন.. চওড়া ব্যাট নিয়ে রান তোলার চেষ্টা, কারচুপি ধরা পড়তেই বিরাট শাস্তি কাউন্টি দলকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.