শুভব্রত মুখার্জি
এজবাস্টনে ভারত বনাম ইংল্যান্ড দলের ২০২১ সালে অসমাপ্ত সিরিজের পঞ্চম টেস্টের খেলা শুরু হয়েছে শুক্রবার। টেস্ট শুরুর আগেই ভারতীয় সিনিয়র দলের তিন ফর্ম্যাটের অধিনায়ক রোহিত শর্মা কোভিড পজিটিভ হয়ে ছিটকে যান। রোহিতের অনুপস্থিতিতে জসপ্রীত বুমরাহর হাতে তুলে দেওয়া হয় অধিনায়কত্বের দায়ভার। আদরের ছেলে জাতীয় দলের অধিনায়ক, স্বাভাবিকভাবেই আনন্দ, উচ্ছ্বাস বাঁধ ভাঙে বুমরাহ পরিবারে। পরিবারের নবতমা সদস্যা প্রখ্যাত ক্রিকেট হোস্ট সঞ্জনা গনেশন। ছেলে জাতীয় দলের অধিনায়কত্ব পাওয়ার পর কেমন ছিল মায়ের 'রিঅ্যাকশন' তা খোলসা করলেন পুত্রবধূ।
প্রসঙ্গত বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিরও হোস্ট সঞ্জনা। তিনি জানিয়েছেন কেমনভাবে বুমরাহর অধিনায়ক হওয়ার খুশিতে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন জসপ্রীতের মা দলজিত। করোনামুক্ত না হওয়ায় খেলতে পারেননি রোহিত। তাঁর পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ। উল্লেখ্য, কপিল দেবের পরে এই প্রথম কোনও পেসার জাতীয় দলকে টেস্টে নেতৃত্ব দিচ্ছেন।
ডার্বিশায়ারের বিরুদ্ধে ভারতের টি-২০ ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
এজবাস্টনে ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে জাতীয় দলের ব্লেজার পরে যখন টস করতে যান বুমরাহ, সেটা তাঁর পরিবারের কাছে স্পেশাল মুহূর্ত ছিল তা বলাই বাহুল্য। ছেলের দলনায়ক হওয়ার খবর পেয়ে উচ্ছ্বসিত দলজিত। বুমরাহর স্ত্রী সঞ্জনা গনেশন জানিয়েছেন, 'মা ভীষণ উত্তেজিত। উনি সব সময়ই চান বুমরাহ মাঠে সফল হোক। ক্রিকেটকে দারুণ ভালবাসেন। বুমরাহর পুরো ক্রিকেট সফরটা ছোট থেকে দেখেছেন। আজ যে জায়গায় রয়েছে বুমরাহ সেটা দেখতে ভীষণ ভালবাসেন মা। তাই বুমরাহর টেস্ট দলের অধিনায়ক হওয়ার খবর পেয়ে আহ্লাদিত হয়েছেন মা।'
আরও পড়ুন:- দুই বাঁ-হাতির দুর্দান্ত নজির, গম্ভীর-মুকুন্দের রেকর্ড ভাঙলেন পন্ত-জাদেজা
তিনি আরও বলেন, 'বুমরাহর জন্য মায়ের কয়েকশো পরামর্শ রয়েছে। উনি নিজে কোনওদিনও ক্রিকেট না খেলা সত্ত্বেও এটা রয়েছে। যে কোনও মায়ের মতোই উনি নিজের সন্তানকে বলে দিয়েছেন, কীভাবে চিন্তাভাবনা করা উচিত বা কীভাবে সামনের দিকে এগোনো উচিত। মা ভীষণ গর্বিত।'