ঘরের মাঠে ভারত বরাবর শক্ত ঠাঁই। তবে সাম্প্রতিককালে বিদেশ সফরেও ভারতকে সমীহ করতে বাধ্য হয় প্রতিপক্ষরা। তার পিছনে সবথেকে বড় কারণ টিম ইন্ডিয়ার পেস বোলিংয়ের উত্থান।
এই মুহূর্তে ভারত অধিনায়ক বিরাট কোহলির হাতে পেস বোলিংয়ের একটি শক্তিশালী পুল রয়েছে। মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ইশান্ত শর্মা, ভুবনেশ্বর কুমার, নভদীপ সাইনি, উমেশ যাদব, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মহম্মদ সিরাজদের পাশাপাশি টি নটরাজন, খলিল আহমেদের মতো তরুণরাও নিয়ন্ত্রিত পেস বোলিং দিয়ে নজর কেড়েছেন ক্রিকটমহলের। ভারতীয় দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া উড়ে গিয়েছে শক্তিশালী পেস বোলিং আক্রমণকে সঙ্গী করেই।
এই অবস্থায় প্রাক্তন অজি স্পিড স্টার জেসন গিলেসপিকে উচ্ছ্বসিত শোনাল ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহকে নিয়ে। বুমরাহর বোলিংয়ে গিলেসপি এতটাই মোহিত যে, ভবিষ্যতে তিন ফর্ম্যাটে ভারতের সর্বকালের সেরা হয়ে উঠবেন জসপ্রীত, এমন মন্তব্য করেন তিনি।
স্পোর্টস্টারকে গিলেসপি বলেন, ‘ভারতের হাতে পেসারদের শক্তিশালী পুল রয়েছে। বুমরাহ খেলা ছাড়ার সময় সুপারস্টার হয়ে উঠতে চলেছে। তিন ফর্ম্যাটেই ভারতের সর্বকালের অন্যতম সেরা হয়ে ওঠবে ও। এই বিষয়ে কোনও সন্দেহ নেই।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।