বাংলা নিউজ > ময়দান > Jaydev Unadkat in Ranji Trophy 2022-23: মুগ্ধকর বোলিং, কিপারের দুরন্ত ক্যাচ, 'স্বপ্নের জীবনের' ভিডিয়ো শেয়ার উনাদকাটের

Jaydev Unadkat in Ranji Trophy 2022-23: মুগ্ধকর বোলিং, কিপারের দুরন্ত ক্যাচ, 'স্বপ্নের জীবনের' ভিডিয়ো শেয়ার উনাদকাটের

জয়দেব উনাদকাট। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

Jaydev Unadkat in Ranji Trophy 2022-23: ২০২৩ সালে প্রথমবার রঞ্জি ট্রফিতে নেমেই আগুনে বোলিং করেন জয়দেব উনাদকাট। যিনি লাল বলে একেবারে স্বপ্নের ছন্দে আছেন। এক দশক পরে ফের ভারতের হয়ে টেস্ট খেলেছেন। তারপর ঘরের মাঠে রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে প্রথম ওভারেই হ্যাটট্রিক সম্পূর্ণ করে ইতিহাস গড়েন।

প্রথম ওভারে হ্যাটট্রিক। পুরো ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স। দিল্লির বিরুদ্ধে সেই স্বপ্নের ম্যাচের পর নিজের হ্য়াটট্রিকর ভিডিয়ো পোস্ট করলেন সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। একেবারে আবেগতাড়িত হয়ে বললেন, 'স্বপ্নের জীবন কাটাচ্ছি।'

২০২৩ সালে প্রথমবার রঞ্জি ট্রফিতে নেমেই আগুনে বোলিং করেন উনাদকাট। যিনি লাল বলে একেবারে স্বপ্নের ছন্দে আছেন। এক দশক পরে ফের ভারতের হয়ে টেস্ট খেলেছেন। তারপর ঘরের মাঠে রঞ্জি ট্রফিতে দিল্লির বিরুদ্ধে প্রথম ওভারেই হ্যাটট্রিক সম্পূর্ণ করে ইতিহাস গড়েন। তৃতীয় বলে ধ্রুব শোরেকে বোল্ড করেন। পিচে পড়ে বল ভিতর দিকে ঢুকে আসে এবং স্টাম্পে চুমু খেয়ে বেরিয়ে যায়।

আরও পড়ুন: Ranji Trophy: রঞ্জি ট্রফির ৮৮ বছরের ইতিহাসে বিরল নজির উনাদকাটের, ৮ উইকেট নিয়ে একাই গুঁড়িয়ে দিলেন দিল্লিকে

চতুর্থ বলে বৈভব রাওয়ালকে আউট করেন উনাদকাট। বলটা যেমন নিখুঁত ছিল, তেমনই উইকেটের পিছনে ক্যাচটাও অসামান্য ছিল। নিজের বাঁ-দিকে ঝাঁপিয়ে মাটি থেকে বলটা হাতে তুলে নেন সৌরাষ্ট্রের উইকেটকিপার হার্ভিক দেশাই। হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে পঞ্চম বলটা একেবারে স্বপ্নের মতো ছিল। পিচে পড়ে বলটা হালকা ইনসুইং মুভমেন্টে ভিতরের দিকে ঢুকে আসে। আছড়ে পড়ে দিল্লির যশ ধুলের প্যাডে। এলবিডব্লুউ দেন আম্পায়ার।

সেখানেই উনাদকাটের স্বপ্নের বোলিংয়ে ইতি পড়েনি। দ্বিতীয় ওভারেই নিজের পঞ্চম উইকেট নিয়ে ফেলেন। শেষপর্যন্ত প্রথম ইনিংসে ১২ ওভারে ৩৯ রান দিয়ে আট উইকেট নেন। তারপর দশ নম্বরে ৬৮ বলে ৭০ রান করেন উনাদকাট। দ্বিতীয় ইনিংসে অবশ্য কোনও উইকেট পাননি সৌরাষ্ট্রের অধিনায়ক। কিন্তু তিনি যে ভিত গড়ে দিয়েছিলেন, তার উপর ভিত্তি করে দিল্লিকে এক ইনিংস এবং ২১৪ রানে হারিয়ে দিয়েছে সৌরাষ্ট্র।

আরও পড়ুন: Ranji Trophy: হ্যাটট্রিক-সহ ৮ উইকেটের পরে হাফ-সেঞ্চুরি উনাদকাটের, দিল্লিকে ইনিংসে হারাল সৌরাষ্ট্র

দিল্লির বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে সেই ম্যাচের আগে বাংলাদেশের বিরুদ্ধে ঢাকার মীরপুরে দ্বিতীয় টেস্টে খেলেছিলেন উনাদকাট। প্রথম ইনিংসে ৫০ রানে দুই উইকেট নিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে ১৭ রান খরচ করে এক উইকেট নিয়েছিলেন ভারতের বাঁ-হাতি পেসার। দুই ইনিংস মিলিয়ে ২৭ রানও করেছিলেন উনাদকাট। যিনি ২০১০ সালের ডিসেম্বরে প্রথম টেস্ট খেলেছিলেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেঞ্চুরিয়নে সেই টেস্টের পর ভারতীয় জার্সি পরে লাল বল হাতে মাঠে নামার সুযোগ পান ২০২২ সালের ডিসেম্বরে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন