জাতীয় দলে জুনিয়রদের কাছে ঝুলন গোস্বামী কতটা গ্রহণযোগ্য ছিলেন, জেমিমা রডরিগেজের সোশ্যাল মিডিয়া বার্তাতেই তা স্পষ্ট। মহাতারকাসুলভ ভাবমূর্তি ধরে রাখতেন না। দলের নতুন ক্রিকেটারদের কাছে টেনে নিতেন। তাঁদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে থাকতেন ঝুলন, সেটা এতদিনে কারও অজানা নয়।
কঠিন সময়ে হরমনপ্রীতের মতো সিনিয়রকে যেমন সাহস জোগাতেন ঝুলন, ঠিক তেমনই জেমিমাদের সঙ্গে নাচ-গানে আসর মাতাতেও পিছপা হতেন না। এহেন ঝুলন গোস্বামী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা পোস্ট করেন জেমিমা রডরিগেজ। সঙ্গে স্মৃতির পাতা উলটে বেশ কিছু পুরনো ছবি ও ভিডিয়োও ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি।
এমনই একটি ভিডিয়োয় ঝুলনকে যেভাবে ফ্লোর মাতাতে দেখা যায়, তা নেটিজেনদের আপ্লুত করতে বাধ্য। জেমিমা তাঁর মন কেমন করা বার্তাতেও রসিকতা করতে ছাড়েননি। এক জায়গায় জেমিমা লেখেন যে, ‘আমি সর্বদা তোমার দিকে তাকিয়ে থাকি। শুধু এই জন্য নয় যে, তুমি আমার থেকে বিস্তর লম্বা বলে। বরং অনেক অনেক দিক দিয়েই তুমি আমাকে সর্বদা অনুপ্রাণিত করো।’
পরক্ষণেই জেমিমা লেখেন, ‘কীভাবে একজন ভালো সিনিয়র হওয়া যায়, তুমি তার দৃষ্টান্ত তুলে ধরেছ। আমি মনে করি না যে, তোমার মতো খেলার প্রতি নিষ্ঠা, দায়বদ্ধতা ও আবেগ অন্য কারও মধ্যে কখনও দেখা যাবে। আমি তোমার সঙ্গে ভারতীয় দলের নীল জার্সিতে খেলা মিস করব। তবে আমি অত্যন্ত আনন্দিত যে, সকলকে বলতে পারব কিংবদন্তি ঝুলন গোস্বামীর সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছি। মেয়েদের ক্রিকেটের জন্য তোমার অপরিসীম অবদানের জন্য ধন্যবাদ।’
আরও পড়ুন:- 'সাফাইয়ে মিথ্যা বলার দরকার নেই', মানকাডিং নিয়ে ভারতকে কটাক্ষ ইংল্যান্ডের ক্যাপ্টেনের
উল্লেখ্য, ভারতের হয়ে সাকুল্যে ২০৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেন ঝুলন। সংগ্রহ করেন রেকর্ড ২৫৫টি উইকেট। একদিনের আন্তর্জাতিক ক্রিকটে মোট ১২২৮ রান রয়েছে ঝুলনের ঝুলিতে।
তিনি দেশের হয়ে মোট ১২টি টেস্ট ম্যাচ খেলেন। সেই ১২টি ম্যাচে তিনি উইকেট নেন ৪৪টি। তিনবার এক ইনিংসে ৫ উইকেট দখল করেন ঝুলন। একবার ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন তিনি। টেস্টে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ২৫ রানে ৫ উইকেট। তিনি টেস্টে ২টি হাফসেঞ্চুরি-সহ ২৪.২৫ গড়ে ২৯১ রান সংগ্রহ করেছেন।
এছাড়া দেশের জার্সিতে মোট ৬৮টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ঝুলন গোস্বামী। তিনি দখল করেন সাকুল্যে ৫৬টি উইকেট। ২০ ওভারের ক্রিকেটেও ১ বার ইনিংসে ৫ উইকেট দখল করেন তিনি। সংক্ষিপ্ত ফর্ম্যাটে তাঁর সেরা বোলিং পারফর্ম্যান্স ১১ রানে ৫ উইকেট। আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে সব মিলিয়ে ৪০৫ রান করেছেন ঝুলন গোস্বামী।