বাংলা নিউজ > ময়দান > অজিদের অরিজিৎ সিংয়ের গান শোনালেন জেমি, গিটারে রকস্টার ভারতীয় তারকা

অজিদের অরিজিৎ সিংয়ের গান শোনালেন জেমি, গিটারে রকস্টার ভারতীয় তারকা

অরিজিৎ সিং-এর গান গেয়ে মন জিতলেন জেমিমা রডরিগেজ (ছবি-টুইটার)

ক্রিকেট জগতের অনেকেই জানেন ক্রিকেটের পরেই জেমিমার ভালোবাসা হল গিটার ও গান। বিভিন্ন চ্যানেলে ক্রিকেটের শো করতে গিয়ে জেমিমা রডরিগেজ গান গেয়েছিলেন। এবার অরিজিৎ সিং-এর গানে গলা দিয়ে মাতিয়ে দিলেন জেমিমা। এই ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া দিয়েছেন অনুষ্কা শর্মাও।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা খেলোয়াড় জেমিমা রডরিগেজ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়। তিনি সম্প্রতি তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিয়ো শেয়ার করেছেন, যেখানে জেমিমাকে তাঁর সতীর্থদের সঙ্গে রণবীর কাপুরের চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘চান্না মেরেয়া’ গাইতে দেখা যাচ্ছে। ভক্তরা এই ভিডিয়োটি খুব পছন্দ করছেন।

জেমিমা রডরিগেজ সম্প্রতি মেলবোর্ন স্টারসের হয়ে উইমেনস বিগ ব্যাশ লিগে (WBBL) অভিষেক করেছেন। ভিডিয়োতে বলিউডের একটি গান অসাধারণভাবে গেয়েছেন ভারতীয় ক্রিকেটার। শুধু তাই নয়, বিদেশি খেলোয়াড়দের ওপরও এই গানের জ্বর তুলেছেন জেমিমা। মেলবোর্ন স্টারসের জয় এই গানের মাধ্যমে উদযাপন করেছেন দলের সব খেলোয়াড়রাই।

আরও পড়ুন… ভারতকে হারিয়ে গ্রুপ শীর্ষে, তবু সেমিফাইনালে যাওয়ার বিষয়ে নিশ্চিত নন এডেন মার্করাম

টুইটারে ভিডিয়োটি শেয়ার করে জেমিমা তার দলের জয় নিয়ে লিখেছেন, ‘তারকার সঙ্গে একটু দেশি হয়েছি। বলিউডের গানে তিনি কতটা পারদর্শী?মেলবোর্ন স্টারসের জয় কী ছিল আজ?আমরা এভাবেই এগিয়ে যেতে থাকব।’ এর আগেও জেমিমার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যাতে তাঁকে একজন বিদেশি খেলোয়াড়কে হিন্দি শেখাতে দেখা যায়।

এদিন মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল মেলবোর্ন স্টারস। এই ম্যাচে মেলবোর্ন স্টারস টস জিতে প্রতিপক্ষ দলকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিল। একই সঙ্গে ১৯ ওভারে ৯১ রানে গুটিয়ে যায় রেনেগেডসের দল। মেলবোর্ন স্টারস ১৭.৩ ওভারে এই পরিমিত লক্ষ্য অর্জন করে নেয়।

আরও পড়ুন… তাঁর উইকেট পাওয়ার পিছনে রয়েছে এই বোলারের বড় ভূমিকা! নিজেই জানালেন আর্শদীপ সিং

এরপরেই হোটেলে ফেরার পথে টিম বাসে দলের ক্রিকেটাররা এই জয় সেলিব্রেশন করেন। এই ভিডিয়োতে জেমিমাকে গিটার হাতে দেখা যায়। গিটার হাতে বলিউডের গান গাইতে দেখা যায় ভারতের তারকা ক্রিকেটারকে। সেই গানে বিদেশি ক্রিকেটাররাও গলা মেলাচ্ছিলেন। একেবারে হিন্দি গানের সঙ্গে নাচের স্টেপও করতে দেখা যায় তাদের। এই সময়ে দুইটি ভিডিয়ো পোস্ট করেছেন জেমিমা। একটিতে তাঁকে গাইতে দেখা যাচ্ছে, অন্যটিতে তাঁর সতীর্থদের বলিউডের গানটি গাইতে দেখা যাচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে এই ভিডিয়োটি বেশ ভাইরাল হচ্ছে। তবে এটাই প্রথম নয় যেখানে জেমিমাকে গিটার হাতে দেখা গিয়েছে। কারণ এর আগে সোশ্যাল মিডিয়াতে বেশ কয়েকবার গিটারের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে। ক্রিকেট জগতের অনেকেই জানেন ক্রিকেটের পরেই জেমিমার ভালোবাসা হল গিটার ও গান। বিভিন্ন চ্যানেলে ক্রিকেটের শো করতে গিয়ে জেমিমা গান গেয়েছিলেন। এবার অরিজিৎ সিং-এর গানে গলা দিয়ে মাতিয়ে দিলেন জেমিমা। এই ভিডিয়ো দেখে প্রতিক্রিয়া দিয়েছেন অনুষ্কা শর্মাও। 

বন্ধ করুন