শুভব্রত মুখার্জি: কর্ণাটকের বান্নিহাট্টিতে বসেছে লং জাম্পের জাতীয় গেমসের আসর। আর এই আসরেই বৃহস্পতিবার দুরন্ত পারফরম্যান্স করে শিরোনামে উঠে এলেন তামিলনাড়ুর অ্যাথলিট জেসুইন অলড্রিন। জাতীয় গেমসের লং জাম্প বিভাগে নয়া নজির গড়লেন তিনি। ৮.৪২ মিটারের দীর্ঘ লাফ দিয়ে তিনি জাতীয় রেকর্ড গড়েছেন। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার আয়োজনে দ্বিতীয় 'ন্যাশনাল জাম্প' প্রতিযোগিতায় এই নজির গড়েছেন জেসুইন অলড্রিন।
২১ বছর বয়সি অ্যাথলিট এদিন ঝাঁপিয়েছেন ৮.৪২ মিটার। এর আগে জাতীয় রেকর্ড ছিল ৮.৩৬ মিটার। এই রেকর্ডটি গড়েছিলেন ভারতীয় দলে তাঁর সতীর্থ এম শ্রীশঙ্কর। গত বছর এপ্রিলে কোঝিকোড়ে অনুষ্ঠিত হয়েছিল ফেডারেশন কাপ। সেখানেই এই নজির গড়েছিলেন শ্রীশঙ্কর। যা এদিন ভেঙে দিলেন অলড্রিন। সম্প্রতি বেশ ভালো ফর্মে রয়েছেন অলড্রিন। গত মাসে আস্থানাতে হওয়া এশিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন তিনি। সেখানে ৭.৯৭ মিটার লাফিয়েছিলেন তিনি। গত বছর কোঝিকোড়ে অলড্রিন ৮.৩৭ মিটার লাফিয়ে সোনা ও জিতেছিলেন। তবে যেহেতু এই লাফে তিনি বাতাসের সাহায্য পেয়েছিলেন সেই কারণে এই লাফকে জাতীয় রেকর্ড হিসেবে মান্যতা দেয়নি অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া।
যেহেতু কোঝিকোড়ে ওই ইভেন্টে শ্রীশঙ্কর তাঁর লাফে 'টেল উইন্ডের' বাড়তি সুবিধা না পেয়েই ৮.৩৬ মিটার লাফ দিয়েছিলেন তাই সেই সময়ে এই কৃতিত্বকেই জাতীয় রেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছিল অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া। এদিন অলড্রিন তাঁর প্রথম লাফে পেরোন ৮.০৫ মিটার। দ্বিতীয় লাফে পেরোন ৮.২৬ মিটার। এর পরেই আরও গতি বাড়িয়ে তিনি ৮.৪২ মিটার লাফ মেরেছিলেন। দ্বিতীয় স্থানে শেষ করেন কেরলের মহম্মদ আনিস। তিনি কেবলমাত্র ৭.৮৫ মিটার লাফ দেন।
অন্যদিকে গায়ত্রী শিবাকুমার মহিলাদের ট্রিপল জাম্পে জাতীয় রেকর্ড গড়েন। হট, স্টেপ এবং জাম্পে তিনি পেরোন ১২.৯৮ মিটার। এর আগের নজির ছিল ১২.৬৮ মিটার। এই নজির সেট করেছিলেন আলিনা জোস। গত বছর তিরুবনন্তপুরমে এই নজির গড়েছিলেন জোস। যা এদিন ভেঙে দেন গায়ত্রী।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।