বাংলা নিউজ > ময়দান > ব্যাট হাতে ব্যর্থ বিরাট, সুপার ওভারে ম্যাচ জেতালেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই তরুণ

ব্যাট হাতে ব্যর্থ বিরাট, সুপার ওভারে ম্যাচ জেতালেন মুম্বই ইন্ডিয়ান্সের দুই তরুণ

ব্যাট করছেন ইশান। ছবি- টুইটার।

ইডেনে মুস্তাক আলির ম্যাচে উত্তেজক জয় ইশান কিষানদের।

লিগের শেষ ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে পারলেন না বিরাট সিং। আগের চার ম্যাচে যথাক্রমে ২৩, ৪৭, অপরাজিত ১০৩ ও ৬৭ রান করলেও হায়দরাবাদের বিরুদ্ধে ১৭ বলে মাত্র ১০ রান করে আউট হন তিনি। ফর্মে থাকা ব্যাটসম্যান বড় রান করতে ব্যর্থ হওয়ায় চাপ বাড়ে ঝাড়খণ্ডের উপর। যদিও রুদ্ধশ্বাস সুপার ওভারে ম্যাচ জিততে অসুবিধা হয়নি ইশান কিষানদের।

মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান ইডেনে অধিনায়কোচিত দৃঢ়তায় ঝাড়খণ্ডকে জয় এনে দেন সুপার ওভারে। এক্ষেত্রে ইশানকে সঙ্গ দেন মুম্বই ইন্ডিয়ান্সের আরও এক তরুণ তুর্কি অনুকূল রয়।

প্রথমে ব্যাট করে হায়দরাবাদ ২০ ওভারে ৮ উইকেটে বিনিময়ে ১৩৯ রান তোলে। বি সন্দীপ দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ডও ২০ ওভারে ৯ উইকেটে ১৩৯ রানে আটকে যায়। অনুকূল ২৮ রানে অপরাজিত থাকেন। ইশান করেন ২৭ রান। সৌরভ তিওয়ারি ৯ রান করে সাজঘরে ফেরেন।

সুপার ওভারের প্রথম ৩ বলে অনুকূল ২, ৬ ও ১  রান সংগ্রহ করেন। শেষ তিন বলে ইশান ২টি ছক্কা হাঁকান। তিনি ৬, ৬ ও ২ রান করেন ওভারের শেষ ৩ বলে। সুতরাং, সুপার ওভারে ঝাড়খণ্ড তোলে বিনা উইকেটে ২৩ রান।

জয়ের জন্য ২৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে হায়দরাবাদ শাহবাজ নদিমের বলে ১ উইকেটে ১৪ রানের বেশি তুলতে পারেনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কোহলি যেভাবে লড়াইটা করে মনে হয় ভাবনা চিন্তায় ও যেন অস্ট্রেলিয়ান: স্টিভ স্মিথ ‘দেরি হয়ে যাবে, জোর করে মেয়ের দেহের ডিসচার্জ সার্টফিকেটে সই করান TMC কাউন্সিলর’ একটি ডিমেই হয়ে যাবে কামাল, চুল ঘন আর সিল্কি করার জন্য মাখুন এই হেয়ার মাস্ক 'মেয়ের দেহ দখল করতে জোর করে কাগজে সই করিয়েছিল পুলিশ' প্রকাশ্যে ‘দেবরা পার্ট ১’ ট্রেলার! জুনিয়র এনটিআর-সইফ-জাহ্নবীর সিনেমায় হতাশ দর্শক গ্যাস নাকি মাইক্রোওয়েভ? কোনটায় খাবার গরম করা ভালো ব্যবসা বাড়াতে ও পেশাগত জীবনে সাফল্য পেতে কী করবেন রাধা অষ্টমীতে জেনে নিন FIFA WC 2026: ৫৭ ধাপ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে ০-১ গোলে হেরে গেল ব্রাজিল আইওএস 18 সোমবার মুক্তি পাচ্ছে, তবে আইফোন ব্যবহারকারীরা কিছু সময়ের জন্য আইওএস 17 এ আটকে থাকতে পারবেন ডাক্তার ‘দাদা-দিদিদের’ জন্য খাবার আনল ফাইভের ছাত্র; জল, ORS দিয়ে গেলেন মানুষ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.