শুভব্রত মুখার্জি
বার্সেলোনা ক্লাবে ডামাডোলের পরিস্থিতি এবার কি কাঁটার পথে! সামনেই রয়েছে নির্বাচন। নির্বাচনের ফল বেরনোর পরে ক্লাবে শান্তি ফেরার আশায় রয়েছেন সমর্থকরা। সভাপতি নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছে। সভাপতি ভোটে অন্যতম পদপ্রার্থীর বক্তব্যে নতুন করে বার্সেলোনা নিয়ে আলোচনার তুফান উঠেছে।
সভাপতি পদপ্রার্থী জুয়ান লাপোর্তা দাবি জানিয়েছেন, তিনি যদি ভোটে জিতে সভাপতি নির্বাচিত হতে না পারেন, তবে এবারের গ্রীষ্মেই কিংবদন্তি লিওনেল মেসি বার্সা ছেড়ে অন্য ক্লাবে চলে যেতে পারেন। চলতি মরশুম শেষে বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হলে ন্যু ক্যাম্প ছাড়তে পারেন ৩৩ বছরের মেসি। তবে এলএমটেন নিজের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। সভাপতি পদে যেই নির্বাচিত হন না কেন, তাঁর উপরই নির্ভর করছে মেসির ভবিষ্যত।
প্রসঙ্গত ২০০৩ -১০ সাল পর্যন্ত বার্সার সভাপতি ছিলেন লাপোর্তা। চলতি সপ্তাহে শেষে সভাপতি প্রার্থী হিসেবে ভিক্টর ফন্ট ও টনি ফ্রেইক্সার সঙ্গে হবে তাঁর ত্রিমুখী লড়াই। এই প্রসঙ্গে লাপোর্তা বলেছেন, ‘আমি নিশ্চিত অন্য কেউ সভাপতি নির্বাচিত হলে তবে মেসি কোনওভাবেই বার্সেলোনায় থাকবে না। তাঁর সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। সম্পর্কটা শ্রদ্ধার। ক্লাবের পরিস্থিতি বিবেচনা করে তাঁকে প্রস্তাব দেব। অর্থনৈতিকভাবে প্রতিযোগিতা করতে পারি না। তবে মেসি অর্থের দ্বারা চালিত নন।'