বাংলা নিউজ > ময়দান > লিডস টেস্ট জয়ের কৃতিত্ব পুরো টিমকেই দিলেন জো রুট, পাশে দাঁড়ালেন স্যাম কারানের

লিডস টেস্ট জয়ের কৃতিত্ব পুরো টিমকেই দিলেন জো রুট, পাশে দাঁড়ালেন স্যাম কারানের

জো রুট।

লর্ডস টেস্টে হারের পর দুরন্ত ভাবে লিডস টেস্টে ঘুরে দাঁড়িয়েছে জো রুটের ইংল্যান্ড। ভারতকে এক ইনিংস এবং ৭৬ রানে ইংল্যান্ড হারিয়েছে।

লিডসে অসাধারণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। আর এর বড় কৃতিত্ব নিঃসন্দেহে  জো রুটের। তবে ব্রিটিশ অধিনায়ক এই জয়ের কৃতিত্ব পুরোটাই পুরো দলকে দিয়েছেন। লিডসে ভারতকে এক ইনিংস এবং ৭৬ রানে ইংল্যান্ড হারিয়েছে।

জো রুট বলেছেন, ‘এটি বোলারদের একটা অসাধারণ এবং ক্লিনিকাল পারফরম্যান্স ছিল। আমাদের উইকেট নেওয়ার সত্যিই ভাল সুযোগ ছিল এবং আমরা ভারতকে আউটও করেছি। আমাদের প্রতিভা আছে। এবং আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণও করেছি। নতুন বলকে কাজে লাগিয়ে তাঁর ফলও হাতেনাতে পেয়েছি। (জেমস) অ্যান্ডারসন এ রকম পারফরম্যান্স করেই থাকেন। সে কারণেই তিনি টেস্ট ক্রিকেটের সবচেয়ে নির্ভরযোগ্য প্লেয়ার। এই বয়সে এখনও তিনি খুব ফিট এবং অন্যান্য বোলারদের জন্য একটি উদাহরণ তৈরি করছেন।’

নিজের পারফরম্যান্স এবং অলি রবিনসনের ব্যাটিং নিয়ে রুট বলেছেন, ‘একজন ব্যাটসম্যান হিসেবে আমি সব সময়েই স্কোর করতে চাই। আর আমি খুশি, কয়েকটা স্কোর করতে পেরেছি। তবে দলের জয়টা আসল। আমি আশা করছি, ওভালে দল হিসেবে এই ফর্মই ধরে রাখতে পারব। রবিনসন অসাধারণ ছন্দে ছিলেন, এবং বল হাতে ও জ্বলে ওঠায় আমাদের কাজটা আরও সহজ হয়ে গিয়েছিল।’

এর সঙ্গেই রুট যোগ করেছেন, ‘স্যাম (কারান) একজন প্রতিভাবান খেলোয়াড়। হয়তো ও শ্রেষ্ঠ নয়, কিন্তু ও ইংল্যান্ডের জন্য বিশেষ কিছু করবে। ও উইকেট নিতে পারল কিনা, তা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। ও খারাপ ফর্ম কাটিয়ে উঠে দ্রুত ছন্দে ফিরবে। বাটলারকে পাব কিনা, আর কিছু দিনের মধ্যেই জানতে পারব (পিতৃত্বকালীন ছুটি)।’

বন্ধ করুন