বাংলা নিউজ > ময়দান > দল লাগাতার হারছে, তাও নেতৃত্ব ছাড়তে রাজি নন ইংল্যান্ড অধিনায়ক জো রুট

দল লাগাতার হারছে, তাও নেতৃত্ব ছাড়তে রাজি নন ইংল্যান্ড অধিনায়ক জো রুট

ইংল্যান্ড অধিনায়ক জো রুট। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

সদ্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ হেরেছে ইংল্যান্ড।

অস্ট্রেলিয়ায় ৪-০ ব্যবধানে অ্যাসেজে হারার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় টেস্টে ১০ উইকেটে হেরে ফের আরেকটি সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। জো রুটের ব্য়াটিং নিয়ে কোনও প্রশ্ন না থাকলেও, প্রবল সমালোচনার সম্মুখীন হয়েছেন অধিনায়ক রুট। তা সত্ত্বেও তিনি ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়তে রাজি নন।

গ্রানাডায় দলের পরাজয়ের পর, ম্যাচ শেষে ইংল্য়ান্ড টেস্ট অধিনায়ক হিসাবে যে খেলা চালিয়ে যেতে তিনি আগ্রহী, তার ইঙ্গিত দিয়ে রুট বলেন, 'আমার মনে হয় এতদিনে আমি এই দল নিয়ে কী ভাবি, তা সবার সামনে স্পষ্ট করে দিতে পেরেছি। আমি এই দল নিয়ে ভীষণ উৎসাহ এবং আমার মনে হয় দলের সকলেই আমাকে সমর্থন করেন, যাতে আমি দলকে এগিয়ে নিতে পারি। (সাম্প্রতিক ফলাফলে) তা বিন্দুমাত্র বদলছে বলে আমার মনে হয়না।

তবে ধারাভাষ্য দেওয়ার সময় প্রাক্তন ইংল্যান্ড তারকা স্টিভ হার্মিসন দাবি করেন যে এবার রুটের অধিনায়কত্ব ছাড়ার দরকার। তিনি বলেন, ‘আমার মনে হয়, ওর নিজের ভালর জন্য অন্তত ও ভবিষ্যতে কী করবে না করবে, তা নিয়ে ভাবনাচিন্তা করার দরকার।’ অবশ্য হার্মিসন স্পষ্ট করে দেন যে দলের ব্যর্থতার সম্পূর্ণ দায় রুটের নয়। ‘আমাদের ব্যাটারদের চাপের মুখে হু হু করে আউট হওয়া যা এবং এক সেশনে ১০ উইকেট হারানোটা কোনওভাবেই ওর দোষ হতে পারে না।’ দাবি তাঁর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন