২০২১ সালের সার্বিক পারফর্ম্যান্সের নিরিখে বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত চারজন ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইসিসি। দেখুন কারা লড়াই চালাবেন খেতাবের জন্য।
1/4জো রুট: ১৫ ম্যাচে ৬টি শতরান-সহ ১৭০৮ রান সংগ্রহ করা জো রুট আইসিসির বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হলেন।
2/4রবিচন্দ্রন অশ্বিন: সেঞ্চুরিয়ন টেস্টের আগে ২০২১ সালে ৮টি টেস্ট ম্যাচে ১৬.২৩ গড়ে ৫২টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে ১টি শতরান-সহ ২৮.০৮ গড়ে ৩৩৭ রান সংগ্রহ করেছেন তিনি। অশ্বিন আইসিসির বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
3/4কাইল জেমিসন: নিউজিল্যান্ডের অল-রাউন্ডার ২০২১ সালে ৫টি টেস্টে ১৭.৫১ গড়ে ২৭টি উইকেট নিয়েছেন। সেই সঙ্গে ব্যাট হাতে ১৭.৫০ গড়ে ১০৫ রান সংগ্রহ করেছেন। জেমিসনও মনোনীত হয়েছে বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য।
4/4দিমুথ করুণারত্নে: রুট, অশ্বিন ও জেমিসনের সঙ্গে আইসিসির বছরের সেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য লড়াই চালাবেন শ্রীলঙ্কার দিমুথ করুণারত্নে। তিনি ২০২১ সালে ৭টি টেস্টে ৬৯.৩৮ গড়ে ৯০২ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ৪টি।