শনিবার দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ২০৭৭ সালের ২৪ সেপ্টেম্বর উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের জয়ের ১৫ বছর পূর্ণ হয়েছে। এটি ছিল ২৪ বছরে ভারতের প্রথম বিশ্ব শিরোপা জয়। এবং সেই স্মৃতি এখনও ভক্তদের মনে উজ্জ্বল হয়ে রয়েছে। আর এই লিজেন্ডস লিগ ক্রিকেটে (এলএলসি) গুজরাট জায়ান্টসের হয়ে খেলা যোগিন্দর শর্মা শেষ ওভারে বাজিমাত করেছিলেন।
যখনই ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বলা হয়, তখনই ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে যোগিন্দর শর্মার নাম নতুন করে ঘুরে আসে। এই মিডিয়াম পেসার ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ রানে জিততে সাহায্য করেছিলেন।
আরও পড়ুন: ভারতীয় দলে অক্ষর প্যাটেলের নতুন নাম ডান্ডিয়া কিং, কারণ ব্যাখ্যা করলেন যুজি
১৫৮ রান তাড়া করতে গিয়ে শেষ ছয় বলে পাকিস্তানের ১৩ রান দরকার ছিল। এমন পরিস্থিতিতে ধোনি কিছুটা ফাটকা খেলেন এবং শেষ ওভার যোগিন্দর শর্মার হাতে বল তুলে দেন। অধিনায়কের আস্থার পূর্ণ মর্য়াদা দেন যোগিন্দর। সেই ওভারে মিসবাহ উল হককে আউট করে ভারতকে বিশ্বচ্যাম্পিয়ন করেন যোগিন্দর। ভারতকে উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আসল কারিগক য়োগিন্দর বলেছিলেন যে, ২০০৭ সালের ফাইনালের স্মৃতি এখনও তাঁর মনে টাটকা এবং সব সময়েই তা থাকবে।
যোগিন্দর শর্মা ১৫ বছর আগের সেই স্মৃতির সরণী বেয়ে হাঁটতে গিয়ে, সেই রাতে শেষ ওভারে বোলিং করার সময়ে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে তাঁর কথোপকথন প্রকাশ্যে এনেছেন। বিশ্বকাপের ফাইনালে দুই উইকেট নেন এই ফাস্ট বোলার।
আরও পড়ুন: শেষ ম্যাচে ৫ বোলার খেলবে? বাদ পড়বেন পন্ত? কী হবে ভারতের একাদশ?
যোগিন্দর বলেছেন, ‘শেষ ওভারের আগে কোন লাইন এবং লেন্থে বল করা উচিত বা আমার বোলিং কৌশল কী হওয়া উচিত, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। মাহি আমাকে কোনও ধরনের চাপই নিতে বারণ করেছিল।’
পুরনো স্মৃতি হাতড়িয়ে যোগিন্দর বলেছেন, ‘এমন কী যখন মিসবাহ দ্বিতীয় বলে আমাকে ছক্কা মেরেছিলেন, তখনও আমরা চাপে ছিলাম না। কোনও পর্যায়ে আমরা আলোচনা করিনি যে, আমাদের কী করা দরকার। আমি তৃতীয় বলটি করার ঠিক আগে, মিসবাহকে স্কুপ খেলতে প্রস্তুত হতে দেখেছি। তাই আমি লেন্থ পরিবর্তন করেছি এবং স্লো বোলিং করেছি। আর মিসবাহ ঠিক মতো মারতেই পারেননি। শ্রীসন্ত ক্যাচ নিয়েছিলেন এবং বাকিটা যে ভাবে বলছেন, ইতিহাস হয়ে যায়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।