শুভব্রত মুখার্জি
নিউজিল্যান্ডের হ্যামিলটনে প্রথম টেস্টে লজ্জার হার হেরে এমনিতেই দুই টেস্টের সিরিজে ১-০ ফলে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে উইলিয়ামসন না থাকলেও ব্যাকফুটে ক্যারিবিয়ানরা। তবে এই টেস্ট শুরুর আগেই ওয়েস্ট ইন্ডিজ দলে ঘটে গিয়েছে এক অনন্য ঘটনা।
মানুষের গায়ের রং দিয়ে কখনওই তাঁকে বা তাঁর পারফরম্যান্সকে বিচার করা যায় না। তবুও সারা বিশ্ব জুড়ে ক্যানসার রোগের মতো ছড়িয়েছে বর্ণবিদ্বেষের বিষ। এখনও নিপীড়নের শিকার হচ্ছেন কৃষ্ণাঙ্গরা। সেই দলেই এবার খেলার সুযোগ পেলেন জোশুয়া ডি সিলভা। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর টেস্ট অভিষেক হল।
এই জোশুয়া একজন শ্বেতাঙ্গ ক্রিকেটার। ৪৭ বছর বাদে ওয়েস্ট ইন্ডিজের জার্সিতে খেলার সুযোগ পেলেন এক শ্বেতাঙ্গ ক্রিকেটার। যিনি সেদেশেই জন্মগ্রহণ করেছেন। প্রসঙ্গত শেষবার ১৯৭৩ সালে ক্যারিবিয়ানে জন্ম নেওয়া কোনও শ্বেতাঙ্গ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট খেলছেন। তার নাম জেফ গ্রিনিজ। যিনি মাত্র পাঁচটি টেস্ট খেলেছিলেন। ২০১১ সালে ব্র্যান্ডন ন্যাশ ২১টি টেস্ট ওসেস্ট ইন্ডিজের হয়ে খেললেও তাঁর জন্ম, বেড়ে ওঠা ও প্রথম শ্রেণির ক্রিকেট খেলা সবই অস্ট্রেলিয়ায়।
ত্রিনিদাদে জন্ম হয়েছিল জোশুয়ার। তাঁর পূর্বপুরুষদের আদি বাড়ি পর্তুগালের মাদেইরা দ্বীপপুঞ্জ। যা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্মস্থান। জোশুয়া ১৬ বছর ক্রিকেটার হিসেবে কেরিয়ার গড়ার সিদ্ধান্ত নেন। ২০১৭ সালে কায়রন পোলার্ড স্কলারশিপ স্কিমের আওতায় তিনি ক্লাব ক্রিকেট খেলতে যান ইংল্যান্ডে। এখন জাতীয় দলের জার্সিতে জোশুয়ার ভাল পারফরম্যান্সের অপেক্ষায় গোটা ক্যারিবিয়ান শিবির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।