শুভব্রত মুখার্জি: প্রিমিয়র লিগ ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছিল কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। এরপরেই কাতার বিশ্বকাপের কয়েকদিন আগেই ক্লাবের বিরুদ্ধে এক সাক্ষাৎকারে কার্যত বিষোদগার করে বসেন তিনি। তারপরেই দুই পক্ষ সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়। এবার বাবার দেখানো পথেই হাঁটলেন তাঁর ছেলে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমিতে ফিরে গেলেন রোনাল্ডো পুত্র।
উল্লেখ্য এটাই প্রথমবার নয়। এর আগেও 'লস ব্লাঙ্কোস' অ্যাকাডেমির হয়ে খেলেছেন জুনিয়র রোনাল্ডো। যেখানে ২০ ম্যাচে ৫০ টি গোল ও রয়েছে তাঁর। বিষয়টি নিয়ে যদিও এখনো রোনাল্ডো বা ইউনাইটেড অথবা রিয়াল মাদ্রিদ কোন তরফেই কোন মম্তব্য করা হয়নি। স্প্যানিশ সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানানো হয়েছে। প্রসঙ্গত ইতালিয়ান ক্লাব জুভেন্টাস থেকে রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফিরে আসার পরেই জুনিয়র রোনাল্ডো ও চলে আসেন ইউনাইটেডে। নভেম্বর মাসের গোড়ার দিকে পিয়ের্স মগ্যানকে এক বিতর্কিত সাক্ষাৎকার দেওয়ার কারণে রোনাল্ডোর সঙ্গে সমস্ত চুক্তি খারিজ করে দেয় ইউনাইটেড। এর কয়েকদিনের মধ্যেই ১২ বছর বয়সি জুনিয়র রোনাল্ডোও ফিরে গেলেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের যুব অ্যাকাডেমিতে।
প্রসঙ্গত মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি করেছিলেন রোনাল্ডো। তিনি বলেছিলেন 'আমার মনে হচ্ছে কেউ যেন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমি মনে করি কিছু মানুষ আমাকে এখানে(ইউনাইটেড) চায় না। এটা শুধুমাত্র এই বছরের ঘটনা নয়। এর আগের বছরে ও এই ঘটনা ঘটেছে। ' এরপরেই ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয় ' পারস্পরিক সহমতের বিষয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ' উল্লেখ্য এই মুহূর্তে কোন ক্লাবেই নেই রোনাল্ডো। যা শোনা যাচ্ছে তাতে করে সৌদি আরবের আল নাসের ক্লাবের সঙ্গে বিপুল অঙ্কের টাকাতে চুক্তিবদ্ধ হতে পারেন রোনাল্ডো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।