অপরাজিত থেকে জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হল ভারত। বুধবার ওমানের মাসকটে রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে ৫-৩ গোলে হারিয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। একাই চারটি গোল করেছেন আরাইজিৎ সিং। মূলত তাঁর জাদুতেই গতবারের ফাইনালের বদলা নিতে পারেনি পাকিস্তান। ২০২৩ সালেও পাকিস্তান জুনিয়র এশিয়া কাপের ফাইনালে হেরে গিয়েছিল। গতবার ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল ভারত। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেইবার। আর এবারও তার ব্যতিক্রম হল না। আর তাতে শেষপর্যন্ত বাজিমাত করল ভারত।
শুরুটা দুর্দান্ত পাকিস্তানের, প্রত্যাবর্তন ভারতের
অথচ বুধবার ফাইনালে শুরুটা দুর্দান্ত ছন্দে করে পাকিস্তান। তিন মিনিটেই গোল করেন হান্নান শাহিদ। প্রত্যুত্তর দিতে এক মিনিটের বেশি নেয়নি ভারত। চতুর্থ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে সমতা ফেরান আরাইজিৎ। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পরপর দু'মিনিট দু'গোল করে ভারত। ১৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন আরাইজিৎ। ১৯ মিনিটে ভারতকে ৩-১ গোলে এগিয়ে দেন দিলরাজ সিং। দ্বিতীয় কোয়ার্টারের একেবারে শেষলগ্নে ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের ব্যবধান কমান সুফিয়ান খান।
আরও পড়ুন: ICC-র দুর্নীতি দমন ইউনিট কি অন্ধ? তারা কি এটা দেখতে পাচ্ছে না? গড়াপেটার অভিযোগ তুললেন পাক প্রাক্তনী
হাফ-টাইমের সময় ২-৩ গোলে পিছিয়ে থাকলেও ভারতীয়দের মুখে বেশিক্ষণ হাসি থাকতে দেয়নি পাকিস্তান। ৩৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে পাকিস্তানের হয়ে সমতা ফেরান সেই সুফিয়ান। যদিও আট মিনিট পরেই ফের লিড নিয়ে নেয় ভারত। গোল করে ভারতকে ৪-৩ গোলে এগিয়ে দেন আরাইজিৎ। সেইসঙ্গে নিজের হ্যাটট্রিকও সম্পূর্ণ করে ফেলেন।
আরও পড়ুন: IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে অসাধারণ রিলে ক্যাচ ধরে চমক বাংলার যুধাজিৎ-এর, ভাইরাল ভিডিয়ো
একাই ৪ গোল আরাইজিতের
তবে সেখানেই থামেননি আরাইজিৎ। ৫৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন। ছয় মিনিট বাকি থাকতে ৫-৩ ব্যবধানে এগিয়ে যাওয়ার ফলে ভারতের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। তবে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানকে কোনওরকম জায়গা ছাড়তে চাননি। তাই তারপরও একের পর এক আক্রমণ করতে থাকেন। ষষ্ঠ গোলেরও সুবর্ণ সুযোগ চলে এসেছিল। শেষপর্যন্ত সেটা হয়নি। ৫-৩ গোলেই শেষ হয় ফাইনাল।
আরও পড়ুন: Shoaib Akhtar: ভারতকে ঘরে গিয়ে মার-পাকিস্তান বোর্ডের হাইব্রিড প্রস্তাব পছন্দ নয় শোয়েব আখতারের
জুনিয়র এশিয়া কাপে হ্যাটট্রিক ভারতের
আর সেই জয়ের ফলে জুনিয়র এশিয়া কাপে হ্যাটট্রিক করল ভারত। ২০১৫ সাল এবং ২০২৩ সালের পরে এবারও জিতল টিম ইন্ডিয়া। সবমিলিয়ে ভারত মোট পাঁচবার জুনিয়র এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে। শুধু তাই নয়, জুনিয়র এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে জুনিয়র হকি বিশ্বকাপের ছাড়পত্রও পেয়ে গিয়েছে ভারত। যা ২০২৫ সালে ভারতেই হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।