বাংলা নিউজ > ময়দান > ক্রিকেট অস্ট্রেলিয়ার কোচ হিসেবে মেয়াদ বাড়ানোর আবেদনের পথে জাস্টিন ল্যাঙ্গার

ক্রিকেট অস্ট্রেলিয়ার কোচ হিসেবে মেয়াদ বাড়ানোর আবেদনের পথে জাস্টিন ল্যাঙ্গার

জাস্টিন ল্যাঙ্গার। ছবি: রয়টার্স

'ভালবাসার কাজের' সঙ্গে যুক্ত থাকতে চেয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে তাঁর মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারেন বলে ইঙ্গিত দিলেন ল্যাঙ্গার স্বয়ং

শুভব্রত মুখার্জি

অস্ট্রেলিয়ার ক্রিকেটে 'স্যান্ডপেপারগেট' কান্ডের পরে যখন টালমাটাল অবস্থা ঠিক তখন দেশের ক্রিকেটের হাল শক্ত হাতে ধরেছিলেন সিনায়র দলের কোচ তথা প্রাক্তন ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার। অজি দলের সঙ্গে তার চার বছরের চুক্তি প্রায় শেষের পথে। ২০২২ সালের জুন মাসে তাঁর চুক্তি শেষ হতে চলেছে। তার আগেই তিনি তার 'ভালবাসার কাজের' সঙ্গে যুক্ত থাকতে চেয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে তাঁর মেয়াদ বৃদ্ধির আবেদন করতে পারেন বলে ইঙ্গিত দিলেন ল্যাঙ্গার স্বয়ং।

প্রসঙ্গত কোচ হিসেবে প্রথম দিকে তার ট্যাকটিক্স সমালোচনার মুখে পড়েছে বারবার। তবে সেই তার প্রশিক্ষণেই অজিরা সদ্য শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের শিরোপা জিততে সমর্থ হন। চলতি অ্যাসেজ সিরিজ ও কোন অঘটন না ঘটলে অজিরাই জিততে চলেছে। ৫১ বছর বয়সী ল্যাঙ্গার জানিয়েছেন তাঁর ভাবধারা কোনও দিন বদলায়নি। ল্যাঙ্গার জানিয়েছেন 'আমি কখনও আলাদা করে ভাবিনি। শেষ চার বছরে আমি যা করেছি বা ভেবেছি তা সততার সঙ্গে এখনও মেনে চলেছি। ছেলেরা বেশ ভাল খেলছে। এমন দলের সঙ্গে যুক্ত থাকা ভাগ্যের ব্যাপার।'

ক্রিকেট অস্ট্রেলিয়ার সূত্রে জানা গিয়েছে কোচ হিসেবে মেয়াদ বৃদ্ধির ভাবনার কথা ল্যাঙ্গার জানিয়েছেন বোর্ডকে। তিনি টেস্ট এবং ওয়ানডে দলের সঙ্গে দীর্ঘকালীন ভিত্তিতে যুক্ত থাকতে চান। অস্ট্রেলিয়াতে যদিও এখনও ভিন্ন ফর্ম্যাটে আলাদা আলাদা কোচের দাবি বিভিন্ন মহল থেকেই তোলা হয়েছে। অনেকেই ল্যাঙ্গারের সহযোগী ম্যাকডোনাল্ডকে ওয়ানডে দলের প্রশিক্ষকের দায়িত্ব দেওয়ার পক্ষপাতি।

বন্ধ করুন