অস্ট্রিলেয়া সফরের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সারা দিনে একটাও উইকেট পাননি বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার কাগিসো রাবাদা। ডেভিড ওয়ার্নারের তাণ্ডবে বল হাতে ফিকে দেখিয়েছে রাবাদাকে। ইনিংসে মোট ১৮ ওভারে ৯৪ রান দিয়েছেন তিনি। ওভার প্রতি ৫.২ রান দিয়ে নিয়েছেন মাত্র একটি উইকেট। তাও টেস্টের প্রথম দিনেই নিয়েছিলেন সেই উইকেট। তবে দ্বিতীয় দিনে বল হাতে ক্রিকেটপ্রেমীদের মন জয় করতে না পারলেও নিজের ব্যায়ামের মাধ্যমে এমসিজির দর্শকদের মনোরঞ্জনের খোরাক হয়ে দাঁড়ান ২৭ বছর বয়সি এই পেসার। টেস্টের দ্বিতীয় দিনে বাউন্ডারিতে ফিল্ডিং করার সময় রাবাদা যখন 'স্ট্রেচ' করছিলেন, তখন তাঁর পিছনে থাকা দর্শক তাঁকে দেখে হুবহু নকল করছিল। সেই মুহূর্তের ভিডিয়ো টুইট করে ৭ক্রিকেট।
ভিডিয়োতে দেখা যায়, রাবাদা স্ট্রেচ করছেন এবং পিছনে দর্শকরাও তাকে নকল করছেন। বিষয়টি বুঝতে পেরে রাবাদাও উপভোগ করতে থাকেন, মজার ছলে খুব ধীরগতিতে হাত নাড়িয়ে স্ট্রেচ করেন, সেই একই ভাবে ধীর গতিতে হাত ঘোরান পিছনে দাঁড়িয়ে থাকা দর্শকরাও। এদিকে দক্ষিণ আফ্রিকার অপর পেসার এনরিখ নরখিয়াও যখন বাউন্ডারিতে স্ট্রেচ করেন, তখনও দর্শকরা তাঁকে 'নকল' করেন। রাবাদাকে অনুসরণ করে দর্শকদের সঙ্গে 'স্ট্রেচ' উপভোগ করেন প্রোটিয়া পেসার।
এদিকে এই টেস্টের দ্বিতীয় দিনই মাঠে এক অপ্রীতিকর ঘটনার মুখে পড়তে হয়েছিল এনরিখ নরখিয়াকে। ম্যাচের মধ্যেই সজোরে এনরিখ নরখিয়াকে ধাক্কা মারে একটি স্পাইডার ক্যামেরা। তার জেরে উলটে পড়ে যান দক্ষিণ আফ্রিকার তারকা। সেই ঘটনার ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। মেলবোর্নে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টের দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের পরে ব্যাকওয়ার্ড-স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন নরখিয়া। ৪৭ তম ওভারের শেষে ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথকে কিছু দিতে মাঠে আসেন অস্ট্রেলিয়ার এক ক্রিকেটার। সেই সময় আচমকা নরখিয়াকে ধাক্কা মারে। সম্প্রচারকারী সংস্থার একটি স্পাইডার ক্যাম। তবে সৌভাগ্যবশত নরখিয়ার বড়সড় কোনও আঘাত লাগেনি। তবে ঘটনায় নরখিয়াকে বিরক্তি প্রকাশ করতে দেখা গিয়েছিল।
এদিকে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর তিন উইকেটে ৩৮৬ রান। দ্বিতীয় দিনের খেলার শুরুতে অস্ট্রেলিয়া ছিল ৪৫ রানে ১ উইকেট। নিজের শততম টেস্টে ২০০ রান করার পর রিটায়ার্ড হার্ট হন ডেভিড ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার হয়ে প্রথম দুই অজি উইকেট পেয়েছেন নরখিয়া এবং কাগিসো রাবাদা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।