ডুরান্ডের ফাইনালে নর্থ-ইস্ট ইউনাইটেডের কাছে টাই-ব্রেকারে হারের ধাক্কা সামলে ওঠা সহজ ছিল না মোহনবাগানের পক্ষে। তবু হতাশা কাটিয়ে লখনউয়ের প্রদর্শনী ম্যাচে ইস্টবেঙ্গলকে পরাজিত করে সবুজ-মেরুন শিবির। ডার্বি জয়ের পরে মোহনবাগান মানসিকভাবে উদ্দীপ্ত হবে বলে মনে করা হয়েছিল। তবে বাস্তবে দেখা যায় ভিন্ন ছবি।
লখনউয়ের কলকাতা ডার্বি জয়ের পরে বৃহস্পতিবার কলকাতা ফুটবল লিগের ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মাঠে নামে মোহনবাগান। তবে এই ম্যাচে হারের মুখ দেখতে হয় সবুজ-মেরুন শিবিরকে। ফলে ফের একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়ে মোহনবাগান।
ব্যারাকপুরে কলকাতা লিগের ম্যাচে প্রথমার্ধেই গোল খেলে পিছিয়ে পড়ে মোহনবাগান। বাগানের রক্ষণভাগ বিস্তর ভুল ভ্রান্তি করে এই ম্যাচে। যার সুযোগ নিয়ে হোরাম মোহনবাগানের জালে বল জড়িয়ে দেন। ৩৩ মিনিটের মাথায় গোল করে ১-০ লিড নিয়ে নেয় কালীঘাট।
ম্যাচের প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। বিরতিতে ম্যাচের স্কোর-লাইন ছিল কালীঘাটের অনুকূলে ১-০। দ্বিতীয়ার্ধের কার্যত শুরুতেই ম্যাচে সমতা ফেরায় মোহনবাগান। পেনাল্টিতে পড়ে পাওয়া গোলের সুযোগ হাতছাড়া করেননি আদিল আবদুল্লা। ৫২ মিনিটে স্পটকিক থেকে কালীঘাটের জালে বল জড়ান তিনি। ফলে ম্যাচের স্কোর-লাইন দাঁড়ায় ১-১।
ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে, চাপ বেড়েছে বাগান রক্ষণের উপরে। শেষমেশ ৭১ মিনিটের মাথায় সৈকতের গোলে ২-১ লিড নিয়ে নেয় কালীঘাট। বাকি সময়ে ম্যাচে ফের সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করে মোহনবাগান। তবে তারা সফল হয়নি। নতুন করে আর কোনও গোল করতে পারেনি কালীঘাটও। ফলে ২-১ গোলে ম্যাচ জিতে মাঠ ছাড়ে কালীঘাট।
বড় দল হওয়া সত্ত্বেও মোহনবাগান যে এবার কলকাতা লিগের সুপার সিক্সে জায়গা করে নিতে পারবে না, সেটা নিশ্চিত হয়ে গিয়েছে আগেই। তবু নিজেদের সুনাম অনুযায়ী খেলে লিগের শেষ ২টি ম্যাচ জিতলে হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধার করতে পারত সবুজ-মেরুন শিবির। তবে কালীঘাটের কাছে হেরে বসায় মোহনবাগানের হতাশা আরও বাড়ে সন্দেহ নেই।
আপাতত ১১ ম্যাচের শেষে মোহনবাগানের সংগ্রহে রয়েছে ১৬ পয়েন্ট। তারা রয়েছে লিগ টেবিলের ৭ নম্বরে। অন্যদিকে কালীঘাট ১২ ম্যাচে ১৯ পয়েন্ট সংগ্রহ করেছে। তারা রয়েছে লিগ টেবিলের পাঁচ নম্বরে। গ্রুপের শীর্ষে রয়েছে ভবানীপুর। ইস্টবেঙ্গল রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে কাস্টমস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।