বাংলা নিউজ > ময়দান > নির্বাচক এবং কোচ হিসেবে নতুন দায়িত্ব- সব ধরনের ক্রিকেট থেকে অবসর কামরান আকমলের

নির্বাচক এবং কোচ হিসেবে নতুন দায়িত্ব- সব ধরনের ক্রিকেট থেকে অবসর কামরান আকমলের

কামরান আকমল।

ক'দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন কামরান আকমল। পাশাপাশি পিএসএলের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। নতুন দায়িত্ব ভালো ভাবে সামলানোর জন্যই সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন তিনি।

শুভব্রত মুখার্জি: সাম্প্রতিক সময়ে পাকিস্তান ক্রিকেটের অন্যতম বিতর্কিত চরিত্র তিনি। তিনি পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটার কামরান আকমল। শেষ পাঁচ বছরে জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি সে ভাবে। বারবার প্রত্যাবর্তনের চেষ্টা করেও সফল হননি। নির্বাচকদের উপর এই কারণে ক্ষোভ উগরাতে ছাড়েননি তিনি। অবশেষে জাতীয় দলে সুযোগ না পাওয়ার কারণে এ বার ক্রিকেটকে আলবিদা জানালেন কামরান আকমল। সমস্ত ধরণের ক্রিকেট থেকেই সরে দাঁড়ালেন তিনি। কামরানের এখন লক্ষ্য, জাতীয় নির্বাচক হওয়া। জাতীয় দলের কোচ হতেও মুখিয়ে আছেন তিনি।

আরও পড়ুন: অশ্বিনকে মোকাবিলা করার সব সরঞ্জাম আমাদের কিট ব্যাগে রয়েছে- আত্মবিশ্বাসী স্মিথ

প্রসঙ্গত, ক'দিন আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন কামরান আকমল। পাশাপাশি পিএসএলের ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমির ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন তিনি। আর বিশেষজ্ঞদের মতে এই সমস্ত দায়িত্ব নিতে সবধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন প্রাক্তন পাক উইকেটকিপার ব্যাটার। উল্লেখ্য. ঘরের মাটিতে শেষ বার নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধান নির্বাচকের দায়িত্বে পালন করেছিলেন শহিদ আফ্রিদি। সেই সিরিজ শেষ হওয়াার পর নতুন প্রধান নির্বাচক হিসেবে হারুন রশিদ দায়িত্ব নেন। তাঁকে নিয়োগ করেছে পিসিবি। তাঁর পাশাপাশি নির্বাচক প্যানেলে রয়েছেন মুহাম্মদ সামি, কামরান আকমল এবং ইয়াসির হামিদ।

আরও পড়ুন: গুড লেংথে জল দিচ্ছে না কিউরেটর, নাগপুরে কি প্রথম দিন থেকেই ঘুরবে বল?

উল্লেখ্য শুধুমাত্র জাতীয় দল নয় জাতীয় দল ছাড়াও ‍যুব দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করবেন আকমল। পাকিস্তানের আঞ্চলিক এবং জেলা দলগুলোরও দেখাশুনা করবেন তিনি। পিএসএলেও এ বারের মরশুমে তাঁকে দেখা যাবে বাবর আজমদের ব্যাটিং কোচ হিসেবে।

এ সব দায়িত্ব সঠিক ভাবে পালন করতেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ৪১ বছর বয়সি এই উইকেটকিপার ব্যাটার। এই প্রসঙ্গে আকমল জানিয়েছেন, ‘নির্বাচক ও কোচ হিসেবে আমার নতুন দায়িত্বের কারণে আমি আর ক্রিকেট খেলতে পারব না।’

২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল আকমলের। দেশের হয়ে ৫৩টি টেস্ট, ১৫৭টি ওয়ানডে এবং ৫৮টি টি-২০ খেলেছেন তিনি। তিন ফর্ম্যাট মিলিয়ে রয়েছে ৬০০০'র বেশি রান। ২০১৭ সালে জাতীয় দলের হয়ে শেষ বার খেলেন। ২০২২ সাল পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে গেছেন আকমল। পিএসএলে ৭৪ ইনিংস খেলে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ১৯৭২ রান করেছেন। পিএসএলে তিনটি শতরানও রয়েছে তাঁর ঝুলিতে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নবীনবরণকে কেন্দ্র করে মামলা গড়াল হাইকোর্টে, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সরগরম ২২-এ পা! মায়ের হাত ধরে কেক কাটলেন সারেগামাপা খ্যাত অঙ্কিতা, পেলেন কী কী উপহার? মন্নত ছাড়াও লন্ডন, দুবাইয়ে আছে শাহরুখের বাড়ি, আর কোন কোন Kingdom-এর মালিক তিনি সিগারেট-মদে ডুবে থাকে, বাঙালিদের তোপ মোদীর উপদেষ্টার, ‘অপমান’ মৃণাল সেনকে ‘আপকে পিষে দেওয়ার চেষ্টা’, অভিযোগ কেজরিওয়ালের, ১ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজত ভিডিয়ো: RR vs DC ম্য়াচের আগে নেটের পিছন থেকে পন্তকে তাতালেন বোলার অশ্বিন Skin Care: আপনার মুখ দাগে ভর্তি হয়ে গিয়েছে! এইভাবে বেসন দিয়ে মুখের দাগ দূর করুন শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.