শুভব্রত মুখার্জি: ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই থাকা আলাদা উত্তেজনা, উন্মাদনা। তার উপর সেই ম্যাচ যদি হয় বিশ্বকাপের মঞ্চে তাহলে যোগ হয় আলাদা মাত্রা। দুই দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে প্রায় এক দশকের উপর সময়ে দুই দেশের কোন দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয় না। এমন আবহে আগামী বছর ভারতীয় বোর্ডের সেক্রেটারি জয় শাহ কার্যত জানিয়ে দিয়েছেন এশিয়া কাপ পরের বছর পাকিস্তানের বদলে হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। তারপর থেকেই বিস্তর বিতর্ক দানা বেঁধেছে। এমন আবহে দাঁড়িয়ে প্রাক্তন পাক কিপার ব্যাটার কামরান আকমল ২৩ অক্টোবর মেলবোর্নে ভারতের বিরুদ্ধে বিশ্বকাপ ম্যাচ বয়কটের আহ্বান জানালেন বাবর আজমদের।
পাকিস্তানের সংবাদ মাধ্যম এআরওয়াইকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন 'আমি বিশ্বাস করি জয় শাহের ওই বক্তব্য (পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না যাওয়া) কেউ আশা করেনি। কারণ এই বছরের এশিয়া কাপেই উনি পাকিস্তান বনাম ভারতের ম্যাচে মাঠে উপস্থিত ও ছিলেন। ওর উচিত ওর বিপক্ষদের (রাজনৈতিক) বিরুদ্ধে রাজনীতি করা। খেলার জগতে রাজনীতি টেনে আনা একেবারেই কাম্য নয়।'
তিনি আরও যোগ করেন 'এশিয়া কাপের আয়োজন (পরের বছর) যদি করতেই হয় তবে তা পাকিস্তানেই করতে হবে। আর সেটা যদি না হয় তাহলে কোন পর্যায়ের খেলাধুলাতেই পাকিস্তানের ভারতের বিরুদ্ধে খেলা উচিত নয়। আইসিসির ম্যাচ হোক, এশিয়া কাপের ম্যাচ হোক বা ২৩ তারিখের ম্যাচ (মেলবোর্নে বিশ্বকাপের ম্যাচ) কোনওটাতেই পাকিস্তানের, ভারতের বিরুদ্ধে খেলা উচিত নয়।'
এশিয়া কাপ পাকিস্তানে না হয়ে কোনও নিরপেক্ষ ভেন্যুতে হওয়া নিয়ে যে মন্তব্য জয় শাহ করেন তার প্রেক্ষিতে পিসিবি এক চিঠিতে লেখেন 'এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) প্রেসিডেন্ট জয় শাহর ভেন্যু পাকিস্তান থেকে পরিবর্তনের যে বিষয়টি সামনে এসেছে তা নিয়ে পিসিবি বিস্মিত। এই মন্তব্য অত্যন্ত দুঃখজনক। এশিয়ান ক্রিকেট কাউন্সিল অথবা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা না করেই একতরফা এই মন্তব্য করা হয়েছে। এর দীর্ঘমেয়াদি প্রভাবের কথা না ভেবেই এমন কাজটা করা হয়েছে।'