
বর্ষশেষে কোহলি-স্মিথকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন উইলিয়ামসন
১ মিনিটে পড়ুন . Updated: 31 Dec 2020, 08:51 PM IST- ভারতের বিরুদ্ধে দুই টেস্টে সংগ্রহ মাত্র ১০! প্রথম থেকে তৃতীয়স্থানে নেমে এলেন স্টিভ স্মিথ।
করোনার প্রকোপে আক্রান্ত এই বছর একেবারে তার শেষ প্রান্তে দাঁড়িয়ে। আর কয়েক ঘন্টা পরেই আমরা পা দেব নয়া বর্ষে। আর বর্ষবরণের আগেই নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনের জন্য এল সুখবর। তার দুই কঠোর প্রতিদ্বন্দ্বি বিরাট কোহলি এবং স্টিভ স্মিথকে পেছনে ফেলে দিলেন তিনি। আইসিসির টেস্ট র্যাংকিংয়ে শীর্ষে উঠলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
৮৯০ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন তিনি।আইসিসির টেস্ট র্যাংকিংয়ে বিরাট কোহলি থাকলেন দ্বিতীয় অবস্থানে। তার রেটিং পয়েন্ট ৮৭৯। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেটিং পয়েন্ট ৮৭৭। সম্প্রতি বাবা হয়েছেন কেন উইলিয়ামসন।তিনি পিতৃত্ব কালীন ছুটি গেছিলেন সম্প্রতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন উইলিয়ামসন। দ্বিশতরানের এক অসাধারণ ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অধিনায়ক উইলিয়ামসন খেলেন ১২৯ রানের এক অনবদ্য ইনিংস।
কেনের নেতৃত্বেই পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে নিউজিল্যান্ড। আইসিসির টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার বোলার প্যাট কামিন্স। তার রেটিং পয়েন্ট ৯০৬। ৪৪৬ পয়েন্ট নিয়ে সেরা অলরাউন্ডারের জায়গা পেলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী বেন স্টোকস।