আসন্ন পাকিস্তান সফরের আগে নিউজিল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিলেন কেন উইলিয়ামসন। তাঁর পরিবর্তে টেস্টের নতুন নেতা বেছে নেয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
পাকিস্তান সফর থেকেই নিউজিল্যান্ডকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দেবেন টিম সাউদি, যিনি উইলিয়ামসনের অনুপস্থিতিতে সচরাচর টি-২০ ফর্ম্যাটে নেতৃত্ব দিতেন। এর আগে ২২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি করা সাউদি ওদেশের ৩১তম টেস্ট অধিনায়কে পরিণত হলেন।
উল্লেখযোগ্য বিষয় হল, এতদিন উইলিয়ানসন না থাকলে টেস্টে নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি করতেন টম লাথাম। তাঁকে আপাতত ভাইস ক্যাপ্টেনের ভূমিকাতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে। উইলিয়ামসন ওয়ান ডে ও টি-২০ ক্রিকেটে আগের মতোই নিউজিল্যান্ডের ক্যাপ্টেন্সি করবেন। তিনি তিন ফর্ম্যাটেই খেলা চালিয়ে যাবেন বলে জানানো হয়েছে কিউয়ি ক্রিকেট বোর্ডের তরফে।
উইলিয়ামসন মোট ৩৮টি টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর ক্যাপ্টেন্সিতে ব্ল্যাক ক্যাপসরা ২২টি টেস্ট জিতেছে, ৮টি টেস্ট ড্র করেছে এবং ১০টি টেস্টে হেরেছে। ক্যাপ্টেন হিসেবে নিউজিল্যান্ডকে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব এনে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবারই পাকিস্তান সফরের টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডের দল ঘোষণা করা হয়েছে। ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন স্পিনার আজাজ প্যাটেল। উপমহাদেশে খেলা হলে স্কোয়াডে বাড়তি স্পিনার হিসেবে আজাজ প্যাটেল বরাবর নিউজিল্যান্ডের প্রথম পছন্দ।
আরও পড়ুন:- IPL নিলামের আগে বড় ঘোষণা নাইট রাইডার্সের, বিদেশি লিগে নেতৃত্ব দেবেন সুনীল নারিন
পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড: টিম সাউদি (ক্যাপ্টেন), মাইকেল ব্রেসওয়েল, টম ব্লান্ডেল (উইকেটকিপার), ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম লাথাম (ভাইস ক্যাপ্টেন), ডারিল মিচেল, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, নেইল ওয়াগনার, কেন উইলিয়ামসন ও উইল ইয়ং।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।