বাংলা নিউজ > ময়দান > Paris Paralympics 2024: জুডোতে ইতিহাস ভারতের, প্যারিস প্যারালিম্পিক্সে নজিরগড়া ব্রোঞ্জ জিতলেন কপিল পার্মার

Paris Paralympics 2024: জুডোতে ইতিহাস ভারতের, প্যারিস প্যারালিম্পিক্সে নজিরগড়া ব্রোঞ্জ জিতলেন কপিল পার্মার

প্যারিস প্যারালিম্পিক্সে নজিরগড়া ব্রোঞ্জ জিতলেন কপিল পার্মার। ছবি- রয়টার্স।

২০২২ হাংঝাউ এশিয়ান প্যারা গেমসে রুপো জিতেছিলেন কপিল। প‌্যারিসে এবার ব্রোঞ্জ জিতলেন তিনি।

শুভব্রত মুখার্জি:- প্যারিস প্যারালিম্পিক্স গেমসে যত দিন এগোচ্ছে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতের পদক সংখ্যা। ইতিমধ্যেই অতীতের সব নজির ছাপিয়ে গিয়েছে ভারতের পারফরম্যান্স। টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পারফরম্যান্সকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে প্যারিসে ভারতের পারফরম্যান্স।

পদক জয়ের নিরীখে ভারতের প্যারালিম্পিক্স গেমসের ইতিহাসে ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছে এবারের গেমস। আর সেই তালিকায় যুক্ত হল আরও একটি পদক। বৃহস্পতিবার নজির গড়েছেন ভারতীয় জুডোকা কপিল পার্মার। প্রথম ভারতীয় জুডোকা হিসেবে প্যারালিম্পিক্স গেমসে জুডোর ম্যাট থেকে ভারতকে পদক এনে দিয়েছেন তিনি। দেশের হয়ে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছেন কপিল।

এইদিন নিজের বাউটের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন কপিল। প্রতিপক্ষকে কার্যত ধরাশায়ী করেছেন তিনি। ম্যাচে তাঁর বিরুদ্ধে কোনও রকম কোন প্রতিরোধ কার্যত তাঁর প্রতিপক্ষ গড়ে তুলতে পারেননি। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখেই নিজের ব্রোঞ্জ পদকের বাউট জিতেছেন কপিল।

খেলার ফল ভারতীয় জুডোকার পক্ষে ১০-০। পুরুষদের ৬০ কেজি জে-১ বিভাগে তিনি এই পদক জিততে সমর্থ হয়েছেন। ব্রোঞ্জ পদক ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল ব্রাজিলের জুডোকা এলিলটন‌ ডে অলিভিয়েরা। বৃহস্পতিবারের ফাইনালে প্রথম থেকেই অলিভিয়েরার উপর চাপ তৈরি করেন ভারতের কপিল। সেই চাপের কাছেই নতি স্বীকার করতে বাধ্য হন ব্রাজিলের জুডোকা। ১০-০ ফলে হারতে হয় তাঁকে।

আরও পড়ুন:- CFL 2024: বড় ম্যাচ জয়ের উচ্ছ্বাস বদলে গেল হতাশায়, কলকাতা লিগে কালীঘাটের কাছে হার মোহনবাগানের

সেমিফাইনালে কপিল মুখোমুখি হয়েছিলেন ইরানের এস বানিতাবা খোর্রাম আবাদির বিরুদ্ধে। এই ম্যাচে চ্যাম্পস ডে মার্ট এরিনাতে খুব বেশি সুবিধা করতে পারেননি কপিল। তিনি হেরে গিয়েছিলেন ১০-০ ফলে। আবাদির কাছে ওই ম্যাচ হারের হতাশা, যন্ত্রণাকে পিছনে ফেলেই কপিল ব্রোঞ্জ পদকের ম্যাচে বাজিমাত করেছেন। জে-১ জুডো হল সেইসব প্রতিযোগীদের জন্য যাদের চোখে দেখতে সমস্যা রয়েছে।

আরও পড়ুন:- Unwanted World Record: ১০ রানে অল-আউট, T20I-তে লজ্জার বিশ্বরেকর্ড গড়ল এই দেশ, প্রতিপক্ষ ম্যাচ জিতল ৫ বলেই

প্রচন্ড লো ভিশন থেকে একদম ভিশন নেই এমন প্রতিযোগীরাই এই বিভাগে খেলার সুযোগ পান। এই বিভাগে অ্যাথলিটরা সবসময়ে একটি লাল রঙের সার্কেল‌ পরিহিত অবস্থায় থাকেন। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত যে কোন সময়ে তাদের সাহায্যের প্রয়োজন হতে পারে।

আরও পড়ুন:- ৯৪ রানে ৭ উইকেট হারানো দলকে লড়াকু সেঞ্চুরিতে টেনে তুললেন সরফরাজের ভাই, সেলিব্রেশনেও দাদার খামতি ঢাকলেন মুশির- ভিডিয়ো

প্রসঙ্গত ২০২২ হাংঝাউ এশিয়ান প্যারা গেমসে রুপো জিতেছিলেন কপিল। প‌্যারিসে এবার ব্রোঞ্জ জিতলেন তিনি। এর আগে প্যারিসে কোয়ার্টার ফাইনালে তিনি ১০-০ পয়েন্টে হারিয়েছিলেন ভেনেজুয়েলার মার্কো ডেনিস ব্ল্যাঙ্কোকে। যদিও এদিন পরপর দুটি ম্যাচে নিয়ম অল্প সময়ের জন্য ভাঙার কারণে কপিলকে হলুদ কার্ড দেখতে হয়েছিল, তবুও এই ঘটনা তাঁর পারফরম্যান্সে কোন প্রভাব ফেলেনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘সুলি পে লটকা, হর এক বান্দা’, আনোয়ারের শাস্তি হতেই পোস্ট মোহনবাগানের স্বাস্থ্য প্রকল্পের তালিকায় আরও ৬টি রোগ, চিকিৎসার সুবিধা পাবেন সরকারি কর্মীরা খেলা শুরুই হয়নি, এদিকে টয়লেটে বাসন ধোয়া নিয়ে জোর বিতর্কে গ্রেটার নয়ডার স্টেডিয়াম ২৪ বছরের দাম্পত্যে ইতি! আরবাজের পর ৫৩-তে দ্বিতীয় বিয়ে সারছেন সলমনের ভাই সোহেল? ‘‌রাজ্য সরকার আপনাদের চাকরি দিতে প্রস্তুত’‌, চাকরিপ্রার্থীদের সঙ্গে বসলেন কুণাল শ্রীরামপুর: প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ পড়ুয়াদের! কোন অভিযোগ? ‘অপমান করলেন, যাব না,’ অপেক্ষা করছিলেন মমতা, সাড়া দিলেন না জুনিয়র চিকিৎসকরা আগামিকাল কেমন কাটবে? সুখবর পাবেন কোনও? জানুন ১১ সেপ্টেম্বর বুধবারের রাশিফল কেন হঠাৎ লিডারশিপ গ্রুপ থেকে ছিটকে গেলেন ভারতের সেরা বোলার বুমরাহ বিক্ষোভে উত্তাল মণিপুর! ছাত্র-পুলিশ সংঘাতে আহত ৪০, ইন্টারনেট বন্ধ আগামী ৫ দিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.