শুভব্রত মুখার্জি:- প্যারিস প্যারালিম্পিক্স গেমসে যত দিন এগোচ্ছে, ততই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতের পদক সংখ্যা। ইতিমধ্যেই অতীতের সব নজির ছাপিয়ে গিয়েছে ভারতের পারফরম্যান্স। টোকিও প্যারালিম্পিক্সে ভারতের পারফরম্যান্সকে ইতিমধ্যেই ছাপিয়ে গিয়েছে প্যারিসে ভারতের পারফরম্যান্স।
পদক জয়ের নিরীখে ভারতের প্যারালিম্পিক্স গেমসের ইতিহাসে ইতিমধ্যেই নজির গড়ে ফেলেছে এবারের গেমস। আর সেই তালিকায় যুক্ত হল আরও একটি পদক। বৃহস্পতিবার নজির গড়েছেন ভারতীয় জুডোকা কপিল পার্মার। প্রথম ভারতীয় জুডোকা হিসেবে প্যারালিম্পিক্স গেমসে জুডোর ম্যাট থেকে ভারতকে পদক এনে দিয়েছেন তিনি। দেশের হয়ে ঐতিহাসিক ব্রোঞ্জ পদক জিতেছেন কপিল।
এইদিন নিজের বাউটের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন কপিল। প্রতিপক্ষকে কার্যত ধরাশায়ী করেছেন তিনি। ম্যাচে তাঁর বিরুদ্ধে কোনও রকম কোন প্রতিরোধ কার্যত তাঁর প্রতিপক্ষ গড়ে তুলতে পারেননি। শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য বজায় রেখেই নিজের ব্রোঞ্জ পদকের বাউট জিতেছেন কপিল।
খেলার ফল ভারতীয় জুডোকার পক্ষে ১০-০। পুরুষদের ৬০ কেজি জে-১ বিভাগে তিনি এই পদক জিততে সমর্থ হয়েছেন। ব্রোঞ্জ পদক ম্যাচে তাঁর প্রতিপক্ষ ছিল ব্রাজিলের জুডোকা এলিলটন ডে অলিভিয়েরা। বৃহস্পতিবারের ফাইনালে প্রথম থেকেই অলিভিয়েরার উপর চাপ তৈরি করেন ভারতের কপিল। সেই চাপের কাছেই নতি স্বীকার করতে বাধ্য হন ব্রাজিলের জুডোকা। ১০-০ ফলে হারতে হয় তাঁকে।
সেমিফাইনালে কপিল মুখোমুখি হয়েছিলেন ইরানের এস বানিতাবা খোর্রাম আবাদির বিরুদ্ধে। এই ম্যাচে চ্যাম্পস ডে মার্ট এরিনাতে খুব বেশি সুবিধা করতে পারেননি কপিল। তিনি হেরে গিয়েছিলেন ১০-০ ফলে। আবাদির কাছে ওই ম্যাচ হারের হতাশা, যন্ত্রণাকে পিছনে ফেলেই কপিল ব্রোঞ্জ পদকের ম্যাচে বাজিমাত করেছেন। জে-১ জুডো হল সেইসব প্রতিযোগীদের জন্য যাদের চোখে দেখতে সমস্যা রয়েছে।
প্রচন্ড লো ভিশন থেকে একদম ভিশন নেই এমন প্রতিযোগীরাই এই বিভাগে খেলার সুযোগ পান। এই বিভাগে অ্যাথলিটরা সবসময়ে একটি লাল রঙের সার্কেল পরিহিত অবস্থায় থাকেন। কারণ শুরু থেকে শেষ পর্যন্ত যে কোন সময়ে তাদের সাহায্যের প্রয়োজন হতে পারে।
প্রসঙ্গত ২০২২ হাংঝাউ এশিয়ান প্যারা গেমসে রুপো জিতেছিলেন কপিল। প্যারিসে এবার ব্রোঞ্জ জিতলেন তিনি। এর আগে প্যারিসে কোয়ার্টার ফাইনালে তিনি ১০-০ পয়েন্টে হারিয়েছিলেন ভেনেজুয়েলার মার্কো ডেনিস ব্ল্যাঙ্কোকে। যদিও এদিন পরপর দুটি ম্যাচে নিয়ম অল্প সময়ের জন্য ভাঙার কারণে কপিলকে হলুদ কার্ড দেখতে হয়েছিল, তবুও এই ঘটনা তাঁর পারফরম্যান্সে কোন প্রভাব ফেলেনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।