রঞ্জি ট্রফির তৃতীয় দিনে অল্পের জন্য ত্রিশতরান হাতছাড়া করেন কেদার যাদব। ২৮৩ রানে থামতে হয় তাঁকে। অপরদিকে ব্যাট হাতে ব্যর্থ অর্জুন তেন্ডুলকর। রঞ্জিতে আর কে কী করলেন তা একবার দেখে নেওয়া যাক।
1/6অর্জুন তেন্ডুলকর: ফের ব্যাট হাতে ব্যর্থ অর্জুন তেন্ডুলকর। কেরলের বিরুদ্ধে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে করেন মাত্র ৬ রান। গত ম্যাচেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন সচিন পুত্র। ছবি-এএফপি
2/6অঙ্কিত কুমার: অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেন হরিয়ানার অঙ্কিত কুমার। ২৮৬ বলে ১৭৪ রানে থামেন তিনি। অঙ্কিতের ইনিংসটি সাজানো ছিল শুধুমাত্র ১৯টি বাউন্ডারির দ্বারা। একইসঙ্গে সুমিত কুমার ৯৫ রান করে ফিরে যান। ছবি- প্রতীকী।
4/6বাবা ইন্দ্রজিৎ: শতরান করেন তামিলনাড়ুর অধিনায়ক বাবা ইন্দ্রজিৎ। মুম্বইয়ের বিরুদ্ধে ১৫৯ বলে ১০৩ রান করেন তিনি। ইন্দ্রজিতের ইনিংসটি সাজানো ছিল ৭টি বাউন্ডারি দিয়ে। এছাড়াও এই ইনিংসে শতরান করেছেন প্রদোষ রঞ্জন পাল। ছবি- পিটিআই
5/6কেদার যাদব: অল্পের জন্য ত্রিশতরান হাতছাড়া করেন মহারাষ্ট্রের কেদার যাদব। অসমের বিরুদ্ধে তিনি যে ভাবে এগোচ্ছিলেন তাতে তিনশো রান চলে আসতেই পারত তাঁর ঝুলিতে। কিন্তু ভাগ্য সহায় না হওয়ায় ২৮৩ রানে থামতে হল তাঁকে। কেদারের ঝুলিতে রয়েছে ২১টি বাউন্ডারি এবং ১২টি ওভার বাউন্ডারি। অন্যদিকে রিয়ান পরাগ বল হাতে নিয়েছেন চারটি উইকেট। ফাইল ছবি
6/6প্রদীপ্ত প্রামানিক: উত্তরাখণ্ডের বিরুদ্ধে ব্যাট হাতে নজর কেড়েছেন বাংলার ব্যাটাররা। তেমনই বল হাতে নজর কাড়েলন প্রদীপ্ত প্রমানিক, শাহবাজ আহমেদ এবং আকাশদীপ। চারটি উইকেট নিয়েছেন প্রদীপ্ত। তিনটি করে উইকেট নিয়েছেন শাহবাজ এবং আকাশ। ছবি- সিএবি