শুভব্রত মুখার্জি : অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ওডিআই বিশ্বকাপ। প্রথম ম্যাচেই মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড দল এবং রানার্স নিউজিল্যান্ড। ২০১৯ সালে ফাইনালে জায়গা করেও হারের জ্বালা এই বিশ্বকাপ জিতে ভুলতে চান কিউয়িরা। তাদের বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন তাদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে কেনের বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ গত আইপিএলের প্রথম ম্যাচেই বাউন্ডারি বাঁচাতে গিয়ে খুব বাজেভাবে পড়ে গিয়ে হাটুতে চোট পান।হাটুর অস্ত্রোপচারের পরে তিনি বর্তমানে ধীরে ধীরে ব্যাট করতে শুরু করেছেন। বর্তমানে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছেন তিনি। কিন্তু এখনও ফিট হননি উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড ও কেন উইলিয়ামসন ক্যাম্পে যোগ দেওয়াতে সন্তুষ্টি প্রকাশ করেছেন। অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোট ছিল কেনের। সেখানেই অস্ত্রোপচার করা হয়েছে কেনের। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে কিউয়িদের ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। সেই ক্যাম্পে যোগ দিয়ে এক ভিডিয়ো বার্তাতে জানিয়েছেন, 'দলের সঙ্গে যোগ দিয়ে দারুণ লাগছে। অনেক পুরনো মুখের সঙ্গে ফের দেখা হল। বেশ কিছু নতুন মুখের সঙ্গে ও আলাপ হল। দলের ক্যাম্পে যোগ দিয়ে খুব ভালো লাগছে। সবার সঙ্গে ফের মিশতে পেরে ,দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে পারাটা খুব আনন্দের। '
নিউজিল্যান্ড প্রস্তুত হচ্ছে তাদের পরবর্তী সিরিজের জন্য। আরব আমিরশাহির বিরুদ্ধে সিরিজ খেলবে তারা। ১ আগস্ট কেন উইলিয়ামসন নিজের ব্যাটিংয়ের ভিডিয়ো পোস্ট করেন। দীর্ঘদিন বাদে যে তিনি ব্যাট হাতে ফিরতে পেরে তিনি যে খুশি তা জানিয়ে ছিলেন সেই সময়েই। পোষ্ট করেছেন সেই ভিডিয়োতে। গত ৩১ মার্চ, আইপিএলের উদ্বোধনী ম্যাচে বাউন্ডারিতে ছক্কা বাঁচাতে গিয়ে বাজেভাবে পড়ে যান কেন। ছক্কা আটকাতে পারলেও চোট এড়াতে পারেননি তিনি। দেশে ফিরতে হয়েছিল ক্রাচে ভর দিয়ে। ডাক্তাররা জানান কেনের এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গিয়েছে। অস্ত্রোপচার করা ছাড়া কোনও উপায় ছিল না। পরের মাসেই অস্ত্রোপচার হয় তাঁর।
অস্ত্রোপচারের পর এই ধরনের চোট থেকে সেরে উঠতে সাধারণত ৬ মাসের মতো সময় লাগে। আর তা হিসেব করেই আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলা বিশ্বকাপে উইলিয়ামসনকে পাওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়। মেন্টর হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গে যেতে পারেন উইলিয়ামসন এমন রটনা রটে। বিশ্বকাপের বাকি আর দুই মাস। এই সময়ে উইলিয়ামসনের ব্যাটিংয়ে ফেরা নিউজিল্যান্ড দলের জন্য নিঃসন্দেহে স্বস্তির। আগামী ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে কিউয়িদের বিশ্বকাপ অভিযান। মেন্টর হিসেবে বিশ্বকাপে দলের সঙ্গে যেতে পারেন উইলিয়ামসন এমন ঘটনাও রটে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।