শুভব্রত মুখার্জি: ফিফার শাস্তির কোপে পড়ল দুই আফ্রিকান ফুটবল সংস্থা। ফিফার নিয়ম না মানার কারণে নিষেধাজ্ঞা জারি করা হল কেনিয়া এবং জিম্বাবোয়ে ফুটবল ফেডারেশনের উপরে। প্রসঙ্গত দুই দেশের অ্যাসোসিয়েশন বা বলা ভাল ফেডারেশনকে ভেঙে দিয়েছে সেই দেশের সরকার। ফুটবলের কাজে দেশের সরকারের হস্তক্ষেপ বরদাস্ত করে না ফিফা। সেই কারণেই শাস্তির খাড়া নেমে এসেছে এই দুই ফুটবল অ্যাসোসিয়েশনের উপরে।
এক মিটিংয়ে বসেছিল ফিফা কাউন্সিল। সেখানেই এই নিষেধাজ্ঞা জারির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এই নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পারবে না এই দুই দেশ। কেনিয়ার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফে গত বছর নভেম্বরে ভেঙে দেওয়া হয়েছিল ফেডারেশনের বোর্ডকে। কেনিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নিক মাওয়ান্ডার বিরুদ্ধে একাধিক কারচুপির অভিযোগে তাকে সরানো হয়েছিল। চলতি মাসেই আবার জিম্বাবোয়ের ফুটবল অ্যাসোসিয়েশনের চার কর্তার বিরুদ্ধে কারচুপির অভিযোগ উঠেছিল যার মধ্যে অন্যতম ছিলেন প্রেসিডেন্ট ফেল্টন কামাম্বো। তারপরেই ভেঙে দেওয়া হয় সেই দেশের কেন্দ্রীয় সরকারের তরফে।
২০১৯ সালে আফ্রিকান নেশন্স কাপে খেলার জন্য জিম্বাবোয়ে ফুটবল ফেডারেশনকে অর্থ প্রদান করা হয়েছিল। সেই অর্থ নয়ছয় করা হয়েছিল ফেডারেশনের তরফে। তাদের বিরুদ্ধে দেশের সরকারের তরফে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। ফিফার তরফে জানানো হয়েছে এই দুই দেশের ফুটবল ফেডারেশনে তৃতীয় পক্ষের অবাঞ্ছিত হস্তক্ষেপের কারণেই তাদেরকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।