বাংলা নিউজ > ময়দান > খোয়া গেছে প্যান কার্ড, মদত চেয়ে পোস্ট পিটারসেনের, কয়েক মিনিটেই মিলল সমাধান

খোয়া গেছে প্যান কার্ড, মদত চেয়ে পোস্ট পিটারসেনের, কয়েক মিনিটেই মিলল সমাধান

কেভিন পিটারসেন। ছবি- বিসিসিআই।

হিন্দি ও ইংরাজি, দুই ভাষাতেই পোস্ট করে মদত চান পিটারসেন।

ভারতীয় ক্রিকেটপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত মুখ কেভিন পিটারসেন। আইপিএল হোক বা বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট, প্রাক্তন ইংল্যান্ড তারকাকে অহরহ ভারতীয় জনগণ টেলিভিশনের পর্দায় সঞ্চালকের ভূমিকায় দেখে থাকেন। সেই কাজেই ভারতে আসার আগেই মহাবিপদে পড়লেন পিটারসেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভারতে আসার আগে কেভিন পিটারসেনের প্য়ান কার্ড খোয়া যায়। বিপদে পড়ে পিটারসেন ভারতের কাছে মদতের আর্জি জানান। প্রথমবার ইংরাজিতে এক টুইট করে আর্জি জানানোর পর আবার হিন্দিতে এক পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ট্যাগ করে সহায়তা চান তিনি। পিটারসেন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘ভারত দয়া করা আমায় সহায়তা কর। আমি আমার প্যান কার্ড খুঁজে পাচ্ছি না এবং সোমবার ভারতে যাচ্ছি। সেখানে আমার কাজের জন্য শারীরিক কার্ডের প্রয়োজন। কেউ কি আমায় এমন কারুর সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন, যিনি আমায় দ্রুত এই বিষয়ে মদত করতে পারবেন?’

মাত্র মিনিট কয়েকের মধ্যেই আয়কর বিভাগ পিটারসেনের মদতের জন্য় এগিয়ে আসে এবং তাঁকে কী কী পদক্ষেপ নিতে হবে, সেই বিষয়টাও স্পষ্ট করে দেয়। এত দ্রুত মদত পেয়ে উচ্ছ্বসিত পিটারসেন আয়কর বিভাগকে ধন্যবাদ জানাতে ভোলেননি। তিনি লেখেন, ‘দারুণ, আপনাদের অনেক ধন্যবাদ। আমি আপনাদের (তথ্য) ই-মেল করেছি। আপনাদের ফলোও করেছি, সুতরাং কেউ কি আমায় ম্যাসেজ করতে পারে, যাতে আমি সরাসরি কথা বলতে পারি?’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন