আন্তর্জাতিক ক্রিকেট যেখানে শেষ করেছিলেন, রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে কার্যত ব্যাটিং শুরু করলেন সেখান থেকেই। কেভিন পিটারসেন বুঝিয়ে দিলেন, এখনও রয়েছেন পরিচিত ছন্দেই।
বাংলাদেশ লেজেন্ডসের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি হাতছাড়া করলেন বটে, তবে যতক্ষণ ক্রিজে ছিলেন, পিটারসেন ধরা দেন চেনা মেজাজে। মাত্র ১৭ বলে ৪২ রানের ঝলঝকে ইনিংস খেলে ডাগআউটে ফেরেন কেভিন। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৭টি চার ও একটি দৃষ্টিনন্দন ছক্কায়। ইংল্যান্ড লেজেন্ডসকে টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় এনে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় পিটারসেনের ইনিংস।
রায়পুরে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ লেজেন্ডস দল নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১১৩ রান তোলে। নাজিমুদ্দিন ১২, হান্নান সরকার ১৩, খালেদ মাসুদ ৩১ ও মুশফিকুর রহমান ৩০ রান করেন।
ইংল্যান্ডের হয়ে ক্রিস ট্রেমলেট ২টি উইকেট দখল করেন। একটি করে উইকেট নিয়েছেন মন্টি পানেসর, সাইডবটম ও ক্রিস শোফিল্ড।
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড লেজেন্ডস ১৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১১৭ রান তুলে ম্যাচ জিতে যায়। পিটারসেন ছাড়া রান পেয়েছেন ড্যারেন ম্যাডি (অপরাজিত ৩২) ও ফিল মাস্টার্ড (২৭)। ২টি উইকেট নেন মহম্মদ রফিক। ম্যাচের সেরা হয়েছেন পিটারসেন।