ইতিহাস গড়ল ভারত। জিতল উদ্বোধনী মহিলা খো খো বিশ্বকাপ। রবিবার নয়াদিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে নেপালকে ৭৮-৪০ ব্যবধানে হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। জিতে নেয় বিশ্বকাপ। শুধু তাই নয়, অপরাজিত হিসেবে বিশ্বকাপ জিতেছে। ফাইনালের আগে হারিয়েছে, ইরান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকাকে। আর আজ নেপালকে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতীয় মহিলা দল। আর তারইমধ্যে কিছুক্ষণের মধ্যেই ভারতীয় পুরুষ দলও ফাইনালে নামছে। নেপালের বিরুদ্ধে সেই ম্যাচে জিতলে পারলে একইদিনে দু'বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাবে ভারত।
৫০ সেকেন্ডেই ৩ ডিফেন্ডারকে হারায় নেপাল
মেয়েরা অবশ্য নেপালকে পুরোপুরি শাসন করেছে। আজ টসে জেতে নেপাল। আর ভারতকে প্রথমে আক্রমণের সুযোগ দেয়। তাতে অবশ্য সাফল্য পায়নি নেপাল। কারণ সুযোগ পেয়েই ভারত পয়েন্ট তুলে নেয়। আর লাগাতার নেপালের উপরে চাপ তৈরি করতে থাকে। প্রথম টার্নের মাত্র ৫০ সেকেন্ডের মধ্যে নিজেদের তিন ডিফেন্ডারকে হারিয়ে ফেলে নেপাল।
আরও পড়ুন: Australian Open 2025: আমায় অপমান করেছে, অজি সাংবাদিকের আচরণে খেপে লাল জকোভিচ, জিতে ভাঙলেন প্রোটোকল
৩৪-০ লিড পেয়ে যায় ভারত
সেই পরিস্থিতিতে ভারতের গতি কিছুটা কমানোর চেষ্টা করে নেপাল। দায়িত্ব দেওয়া হয় পুনম, নিশাদের। কিন্তু তাঁরা খুব একটা কার্যকর হননি। বরং ভারতীয় মেয়েরা নিজেদের ছন্দ বজায় রাখেন। নেপালকে কার্যত দাঁড়াতেই দেননি। একটা সময় তো ৩৪-০ ব্যবধানে এগিয়ে যান। সেখান থেকে মনে হচ্ছিল যে নেপালকে বড়সড় লজ্জার মুখে পড়তে হবে।
তবে সেটা হতে দেয়নি নেপাল। ধীরে-ধীরে ভারতের লিড কমিয়ে ফেলতে থাকে। একটা সময় স্কোর দাঁড়ায় ৩৫-২৪। ৩৪ থেকে লিড কমে দাঁড়ায় ১১ পয়েন্ট। তবে সেখান থেকে আবার দুর্দান্ত ছন্দ ফিরে পায় ভারত। এগিয়ে যায় ৭৩-২৪ পয়েন্টে। তারপর নেপাল চেষ্টা করলেও ৭৮-৪০ পয়েন্টে জিতে যায় ভারত।
ভারতীয় দলকে অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর
আর সেই ঐতিহাসিক জয়ের পরে ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। তিনি বলেন, 'অপরাজিত বিশ্বচ্যাম্পিয়ন। উদ্বোধনী খো খো বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় মহিলা খো খো দলকে আন্তরিক অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দলগত প্রচেষ্টার কারণে দেশ গর্বিত হয়েছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।