বাংলা নিউজ > ময়দান > অধিনায়ক হয়েও বিন্দাস রোহিত, মুম্বইয়ের সতীর্থ ধবলের পোস্টে লিখলেন মরাঠি স্ল্যাং

অধিনায়ক হয়েও বিন্দাস রোহিত, মুম্বইয়ের সতীর্থ ধবলের পোস্টে লিখলেন মরাঠি স্ল্যাং

ধবল কুলকার্নিকে গালাগাল করলেন রোহিত শর্মা।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন পেসার ধবল কুলকার্নি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এবং সেই পোস্টের ক্যাপশন লিখেছেন, ‘কী নিয়ে আলোচনা? কোন অনুমান?’ আর ধবল কুলকার্নির সেই পোস্টেই রোহিত শর্মা মারাঠি স্ল্যাং ব্যবহার করে মন্তব্য করেছেন, ‘কী সবসে বড়া জাভ**** (ফাক) কৌন হ্যায়’?

রোহিত শর্মা মাঠে এবং মাঠের বাইরে তার মজাদার ওয়ান লাইনারের জন্য বেশ পরিচিত। টিম ইন্ডিয়ার ওডিআই এবং টি-টোয়েন্টি অধিনায়কের হাস্যরসের দুর্দান্ত অনুভূতি রয়েছে এবং তিনি তার জন্য জনপ্রিয়ও। তারকা ভারতীয় ওপেনার মঙ্গলবার পুরো হাস্যরসের মেজাজে থেকে ধবল কুলকার্নিকে রীতিমতো ট্রোলড করলেন সোশ্যাল মিডিয়ায়।

মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন পেসার ধবল কুলকার্নি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন এবং সেই পোস্টের ক্যাপশন লিখেছেন, ‘কী নিয়ে আলোচনা? কোন অনুমান?’ আর ধবল কুলকার্নির সেই পোস্টেই রোহিত শর্মা মারাঠি স্ল্যাং ব্যবহার করে মন্তব্য করেছেন, ‘কী সবসে বড়া জাভ**** কৌন হ্যায়’? তাঁর মন্তব্যটি মোটামুটি ভাবে অনুবাদ করলে হবে, ‘কে সবচেয়ে বড় ফাক***’? যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাস্যরোল উঠেছে।

 

ধবলের পোস্টে রোহিতের উত্তর।
ধবলের পোস্টে রোহিতের উত্তর।

রোহিত শর্মার এমন অনেক ঘটনাই রয়েছে। তার মধ্যে একটি ঘটনা ঘটেছিল ২০১৯ সালে ভাইজ্যাগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে। ১৭৬ রানের নক করার সময়ে এমন হাসির মন্তব্যই তিনি করেছিলেন। তবে তাতে স্ল্যাং মিশে ছিল। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা চেতেশ্বর পূজারা দ্রুত সিঙ্গেল নিতে অস্বীকার করেছিলেন। অথচ রোহিত দ্রুত রানটি নিতে চেয়েছিল। কিন্তু পূজারা তাঁকে ফেরৎ পাঠান। ক্রিজে ফিরে যাওয়ার সময়, রোহিত বলেন, ‘পুজি ভাগ ভাগ*****ডি’। এটা পরিষ্কার শোনা গিয়েছিল। আর এই ঘটনার ভিডিয়ো সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

এ রকম আর একটি ঘটনা, গত বছর চেন্নাইয়ে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে দ্বিতীয় টেস্টের সময়ে রোহিত শর্মা তাঁর হাস্যকর ওয়ান লাইনার দিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তৃতীয় দিন ফাইনাল  ওভারের আগে রোহিত এবং চেতেশ্বর পূজারা নিজেদে মধ্যে কথাবার্তা বলছিলেন, যা স্টাম্প মাইকে ধরা পড়েছিল। স্টুয়ার্ট ব্রডের ফিল্ডিংয়ের কথা উল্লেখ করে পূজারাকে তিনি বলেছিলেন, 'লম্বু কে পাস গ্যায়ি তো ভাগুঙ্গা ম্যায় (বল যদি লম্বু স্টুয়ার্ট ব্রডের কাছে যায়, তবেই আমি রান নেব)। অধিনায়ক হয়েও প্লেয়ারদের উদ্বুদ্ধ করতে এমন অনেক মজার কাণ্ডই রোহিত করে থাকেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সকালে নুন জল পান করলে কী হয়? কোন ভয়াবহ তথ্য দিলেন বিশেষজ্ঞরা বাংলাদেশে ছবি করে কপালে চিন্তার ভাঁজ, বকেয়া পারিশ্রমিক উদ্ধারের আর্জি জানালেন ঋ ‘‌তৃণমূল নেতাদের গ্রেফতার করতে হবে’‌, এনআইএ’‌র-বিজেপির গোপন বৈঠকের দাবি কুণালের নেই নির্বাচনী প্রচারের চাপ, কাশ্মীর বেড়াতে গিয়ে বরফে গড়াগড়ি খাচ্ছেন মিমি! ৭২ ঘণ্টার মধ্যে সাকেতকে ১১ টি নোটিশ পাঠাল আয়কর, মোদীকে তীব্র আক্রমণ TMC সাংসদের RCB-KKR লড়াইয়ের আগে উত্তেজনায় ফুটছেন প্রাক্তনীরা, কোহলি না গম্ভীর শেষ হাসি কার? দিল্লিতে পাকিস্তানের জাতীয় দিবসের অনুষ্ঠান, গেলেন না ভারতীয় আধিকারিকরা: Reports ‘ওই লোকটাকে দেখ বিচ্ছিরি দেখতে', নিজের ছবি দেখিয়ে এই ক্ষুদেদের গুলিয়ে দিলেন সৌরভ ভোটের আগে বকেয়া টাকা মেটাতে হবে, দাবিতে কমিশনে চিঠি পেট্রোল পাম্প মালিকদের আলাদা বিছানার কী দরকার!গদি পরেই ঘুরে বেড়াচ্ছেন উরফি, আবার শুয়েও পড়ছেন রাস্তায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.