স্পেনের হুয়েলভা প্রদেশে ভারতীয় ব্যাডমিন্টন তারকারা নিজেদের ছাপ ছাড়তে সক্ষম হয়েছেন। সোনা জিতলেও ভারতীয় ব্যাডমিন্টন ইতিহাসে প্রথমবার টুর্নামেন্ট থেকে জোড়া পদক নিয়ে ফিরেছেন পুরুষ শাটলাররা।
প্রথম ভারতীয় পুরুষ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে ইতিহাস গড়েন কিদাম্বি শ্রীকান্তও। ফাইনালে সিঙ্গাপুরের লো কিন ইউয়ের বিরুদ্ধে ১৫-২১, ২০-২২ গেমে হারতে হলেও গোটা টুর্নামেন্টে বাকি ম্যাচগুলো শ্রীকান্ত শুধু জেতেনইনি, দাপট দেখিয়ে প্রতিপক্ষদের চুরমার করেছেন। শেষ বাধা অতিক্রম করতে না পারলেও শ্রীকান্ত নিজের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট। ২৮ বছর বয়সী তারকা নিজের সন্তোষের কথা নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে শেয়ারও করেন।
সকল ভারতীয় তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে শ্রীকান্ত লেখেন, ‘আমার এতদিনের কঠোর পরিশ্রমের মূল্য অবশেষে পেলাম। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোটা খুবই স্বস্তিদায়ক এবং গর্বের। আমি সকল ভারতীয়র ভালবাসা এবং সমর্থনের জন্য অত্যন্ত কৃতজ্ঞ।’ শ্রীকান্তের পাশপাশি তরুণ লক্ষ্য সেনও বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জেতেন। পিভি সিন্ধু অবশ্য নিজের বিশ্বখেতাব ডিফেন্ড করতে পারেননি। কোয়ার্টার ফাইনালেই হারতে হয় তাঁকে। মোটের ওপর বলতে গেলে ভারতীয় ব্যাডমিন্টন এবং শাটলারদের জন্য বছরটা বেশ ভালই কেটেছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।