বাংলা নিউজ > ময়দান > PSL 2023: বাউন্ডারি লাইনে দুর্ভেদ্য পোলার্ড, এই বয়সেও ফিল্ডিংয়ে মোহিত করলেন কায়রন- ভিডিয়ো

PSL 2023: বাউন্ডারি লাইনে দুর্ভেদ্য পোলার্ড, এই বয়সেও ফিল্ডিংয়ে মোহিত করলেন কায়রন- ভিডিয়ো

দুর্দান্ত ফিল্ডিং পোলার্ডের। ছবি- পিএসএল।

Pakistan Super League: পাকিস্তান সুপার লিগে সংক্ষিপ্ত অথচ আগ্রাসী ইনিংস খেলার পাশাপাশি দুর্দান্ত ফিল্ডিংয়ে ক্রিকেটপ্রেমীদের মোহিত করলেন কায়রন পোলার্ড।

শুধু ব্যাট-বলের তাণ্ডব নয়, কায়রন পোলার্ড যে কত দক্ষ ফিল্ডার, তার প্রমাণ মিলেছে বহুবার। বিশেষ করে বাউন্ডারি লাইনে ক্যারিবিয়ান অল-রাউন্ডারকে রীতিমতো দুর্ভেদ্য দেখায়। আইপিএলেই হোক অথবা জাতীয় দলের হয়ে, অতীতে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করার সময়ে অসাধারণ সব ক্যাচ ধরেছেন পোলার্ড। ক'দিন আগে ইন্টারন্যাশনাল লিগ টি-২০তেও দুর্দান্ত ফিল্ডিংয়ের নমুনা পেশ করেন পোলার্ড। এবার পিএসএলে নিজের ফিল্ডিং দিয়ে ক্রিকেটপ্রেমীদের মোহিত করলেন কায়রন।

পাকিস্তান সুপার লিগে মহম্মদ রিজওয়ানের মুলতান সুলতানসের হয়ে মাঠে নামছেন পোলার্ড। শুক্রবার মুলতানের ম্যাচ ছিল বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমির বিরুদ্ধে। ম্যাচে ব্যাট হাতে ৬ বলে ১৫ রানের সংক্ষিপ্ত অথচ আগ্রাসী ইনিংস খেলেন পোলার্ড। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। পরে বল হাতে উইকেট না পেলেও ১ ওভারে মাত্র ৬ রান খরচ করেন তিনি।

যদিও মুলতানের দর্শকদের সম্মোহিত করে ৩৫ বছরের পোলার্ডের ফিল্ডিং। দ্বিতীয় ইনিংসের ১৪.১ ওভারে উসামা মীরের বলে স্টেপ-আউট করে লং-অফে বড় শট নেন সইম আয়ুব। মাঠে একবার ড্রপ করে বল বাউন্ডারি লাইনের বাইরে চলে যাচ্ছিল। এমন সময় নিজের বাঁ-দিকে দৌড়ে এসে পোলার্ড শূন্যে শরীর ছুঁড়ে দেন। বলে হাত লাগিয়ে তা বাউন্ডারি লাইনের ভিতরেই রেখে দেন কায়রন।

আরও পড়ুন:- Women's T20 WC: ক্যাপ্টেনের ব্যাটে শেষ ওভারের থ্রিলার জয় ওয়েস্ট ইন্ডিজের, খাতা খুলল পয়েন্টের

এমন পরিস্থিতিতে অনেক সময়ই ফিল্ডারের হাত থেকে বল ছিটকে দূরে চলে যেতে দেখা যায়। পোলার্ড এক্ষেত্রে বলের উপর থেকে চোখ সরাননি। তিনি স্লাইড করার সময়ে বল ধরে নেন বাঁ-হাতে। নিশ্চিত চার রান পাওয়ার বদলে মাত্র ১ রানেই সন্তুষ্ট থাকতে হয় সইমকে।

আরও পড়ুন:- KKR IPL 2023 Fixture: পঞ্জাবের বিরুদ্ধে অভিযান শুরু, ঘরের মাঠে শুরুতেই প্রতিপক্ষ RCB, নাইট রাইডার্সের সূচি দেখে নিন

ম্যাচে পেশোয়ার জালমিকে ৫৬ রানের বড় ব্যবধানে পরাজিত করে মুলতান সুলতানস। শুরুতে ব্যাট করে মুলতান নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২১০ রানের বিরাট ইনিংস গড়ে তোলে। মহম্মদ রিজওয়ান ৬৬, রিলি রসউ ৭৫, শান মাসুদ ২০ ও ডেভিড মিলার অপরাজিত ২৩ রান করেন। পেশোয়ারের সলমন ইর্শাদ ২টি ও সুফিয়ান মুকিম ১টি উইকেট দখল করেন।

জবাবে ব্যাট করতে নেমে পেশোয়ার ১৮.৫ ওভারে ১৫৪ রানে অল-আউট হয়ে যায়। সইম আয়ুব ৫৩, মহম্মদ হ্যারিস ৪০, রোভম্যান পাওয়েল ২৩ ও জেমস নিশাম ১২ রান করেন। বাবর আজম ৯ রান করে আউট হন। ম্যাচের সেরা হন রসউ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন