বাংলা নিউজ > ময়দান > ১৯৯২ বিশ্বকাপে ভারত ম্যাচে মিয়াঁদাদের লাফানোর কারণ অবশেষে প্রকাশ্যে

১৯৯২ বিশ্বকাপে ভারত ম্যাচে মিয়াঁদাদের লাফানোর কারণ অবশেষে প্রকাশ্যে

১৯৯২ বিশ্বকাপে ভারত ম্যাচে মিয়াঁদাদের লাফানোর দৃশ্য (ছবি: গুগল)

জাভেদ মিয়াঁদাদকে রান আউট করার সুযোগ পান মোরে কিন্তু আউট না হওয়ার পরে মোরের উপর বিরক্ত হয়ে মাঠের মধ্যেই ব্যাট হাতে লাফাতে শুরু করেন জাভেদ মিয়াঁদাদ। তখন মিয়াঁদাদ নাকি মোরেকে উদ্দেশ্য করেই এমন ঘটনা ঘটিয়েছিলেন।

ক্রিকেট ইতিহাস কখনও ভুলবে না ১৯৯২ সালের কিরণ মোরে বনাম জাভেদ মিয়াঁদাদের বিতর্কিত মজাদার সেই ঘটনা। যখন জাভেদ মিয়াঁদাদ ব্যাট করছিলেন ও কিরণ মোরে তাঁর উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন। একটা সময় জাভেদ মিয়াঁদাদকে রান আউট করার সুযোগ পান মোরে কিন্তু আউট না হওয়ার পরে মোরের উপর বিরক্ত হয়ে মাঠের মধ্যেই ব্যাট হাতে লাফাতে শুরু করেন জাভেদ মিয়াঁদাদ। তখন মিয়াঁদাদ নাকি মোরেকে উদ্দেশ্য করেই এমন ঘটনা ঘটিয়েছিলেন। 

সেই ঘটনার স্মৃতিচারণ করলেন ভারতের প্রাক্তন উইকেটরক্ষক কিরণ মোরে। জানালেন ১৯৯২ সালের বিশ্বকাপের সেই স্মরণীয় ঘটনা। ম্যাচের ২৫তম ওভারের ঘটনা, তখন ভারতের রান তাড়া করছে পাকিস্তান। উইকেটের পিছন থেকে মোরে মিয়াঁদাদকে কিছু একটা বলে চলেছেন। এমন সময় মিয়াঁদাদকে একটা রান আউট করার সুযোগ আসে। কিন্তু বেঁচে যান মিয়াঁদাদ। এরপরেই মাঠের মধ্যেই লাফাতে শুরু করেন।

কী হয়েছিল সেদিন, প্রায় ২৯ বছর পরে মাঠের সেই ঘটনা সকলের সামনে তুলে ধরলেন কিরণ মোরে। ভারতের প্রাক্তন উইকেটরক্ষক ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন পেস বোলার কার্টলে অ্যামব্রোজের ইউটিউব চ্যানেলে এসে জানান, ‘জাভেদ আমার খুব ভালো বন্ধু। তবে সেই ম্যাচটি আমরা ১৯৯২ সালে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছিলাম। তাই চতুর্দিকে ভারত নিজেদের মতো করে সম্পূর্ণ শক্তি দিয়ে তৈরি হয়ে এসেছিল। এটা কানায় কানায় ভর্তি না থাকলেও দর্শকরা প্রচন্ড আওয়াজ করছিলেন এবং আমরা চাপে ছিলাম। আমাদের ভারতে ফিরে যাওয়া কঠিন ছিল।’

এরপর তিনি জানান, ‘আমরা যখন ব্যাট করতে গিয়েছিলাম, তারা তখন আমাদের অনেক কিছু বলেছিল। আমরা যখন পপিং ক্রিজে গিয়েছিলাম, মইন খান, জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক ছিলেন। সবাই আমাদের ঘিরে ছিলেন। ইমরান (খান) নিজে থেকে কিছু একটা করতেন। সুতরাং আমরা যখন মাঠে নামলাম, আমি তাদের আবার ফিরিয়ে দেওয়ার জন্য দলের নেতৃত্বে ছিলাম। আমি এটি শুরু করেছিলাম, তারপরে সচিন তেন্ডুলকার, কপিল দেব, সবাই উত্তেজিত হয়েছিল। আমরা সেই ম্যাচটি জিততে চেয়েছিলাম। এবং আমি আমির সোহেলের সঙ্গে কথা বলতে শুরু করি, এবং এরপরে জাভেদ মাঠে আসেন।’

মোরে জানান, ‘জাভেদ মিয়াঁদাদের পিঠে চোট ছিল। আমি বোলারদের সঙ্গে কথা বলেই চলি,  ওর সামনে বল দাও, ওকে শর্ট বল করবেন না। যদি ওর পিঠে সমস্যা রয়েছে, তোমরা ওকে শর্ট বল করলে ও খুব সহজে কাট শট মারবে। তাই শুনে সে বিরক্ত হয়ে উঠছিল। হতাশ হয়ে পড়ছিলেন তিনি। তিনি বলটি মিড-অফ এবং কভারে চালানোর চেষ্টা করছিলেন, কিন্তু বলটি যাচ্ছে না।’

কিরণ মোরে আরও বলেন, ‘হিন্দিতে, জাভেদ মিয়াঁদাদ বলছিলেন,‘ চিন্তা করবেন না আমরা এই ম্যাচটি সহজেই জিততে পারি, জবাবে আমি বলেছিলাম, ‘জাহান্নামে যাও, আমরা এই ম্যাচটি জিতবই। সচিন তেন্ডুলকর লেগ সাইডে আবেদন করেছিলেন। আমি ভাবলাম ওকে পেছনে ফেলেছে। আমি আউটের আবেদন করি এবং জাভেদ আমাকে কথা শোনায়। আমি ওকে চুপ থাকতে বলি। সেও আমায় একই কথা শোনায়। এরপর একটা রান আউটে আবেদন হয়, আমি লাফিয়ে আবেন করতে থাকি। এরপর সে আমায় নকল করতে থাকে। এরপর আমি উইকেটের পছিনে গিয়ে গ্লাভস দিয়ে নিজের মুখ ঢেকে রেখে ওকে কথা শোনাই। সেই সময় উইকেটের মাইক ব্যবহার হতো। এরপরে আম্পায়ার ডেভিড সেফার্ড আসেন এবং মিয়াঁদাদকে বলেন এরপর এই রকম করলে মাঠের বাইরে বের করে দেব।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.