ভবিষ্যতে অন্যান্য টি-টোয়েন্টি লিগেও দল কিনতে পারে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এমনই ইঙ্গিত দিলেন নাইটদের সিইও বেঙ্কি মাইসোর। তিনি জানালেন, আগামিদিনে কোনও খেলোয়াড়ের সঙ্গে ১২ মাসের জন্য চুক্তি করা হতে পারে। যিনি বিশ্বের বিভিন্ন লিগে ওই ফ্র্যাঞ্চাইজির মালিকাধীন দলের প্রতিনিধিত্ব করবেন।
কেকেআরের সিইও ইঙ্গিত দিয়েছেন, আগামিদিনে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ (বিবিএল) এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে দল কেনা হতে পারে। ইতিমধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) শাহরুখ খানদের দল আছে। সিপিএল খেতাবও জিতেছে নাইট রাইডার্স। আমেরিকায় বিনিয়োগ করেছেন শাহরুখরা।
আরও পড়ুন: TNPL 2022: বল করলেই বেদম মার! TNPL-এ ৪ ওভারে ৫০ রান খরচ KKR তারকার, বাদ পড়বেন এবার?
সেই পরিস্থিতিতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে বলেন, 'ভবিষ্যতে ওটা (বিভিন্ন লিগে দল কিনে খেলার সুযোগ) যদি কখনও হয়, তাহলে সেটা দারুণ ব্যাপার হবে। আমরা একটি সাধারণ ক্ষেত্র, একটি ব্যবস্থা এবং একটি সংস্কৃতি গড়ে তুলতে চাই, যা আমাদের সারাবছর মাঠে নামার সুযোগ দেবে। তার ফলে আমাদের ব্র্যান্ডের বহর বাড়বে, আমাদের সমর্থক আরও বাড়বে এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেটারদের কাছে নয়া দরজা খুলে যাবে। তারইমধ্যে ব্যবসায় সাফল্যের মুখ দেখা যাবে বলে আশা করছি।'
বেঙ্কির আশা, কোনও খেলোয়াড়ের সঙ্গে চুক্তি করবে কোনও ফ্র্যাঞ্চাইজি। বিশ্বের বিভিন্ন প্রান্তে লিগের ওই ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধিত্ব করবেন (যেমন - আপাতত কেকেআরে আছেন আন্দ্রে রাসেল। কেকেআরে খেলার পাশাপাশি সিপিএলেও শাহরুখের দলের হয়ে খেলবেন)। ওই ব্রিটিশ সংবাদমাধ্যমে কেকেআর সিইও বলেন, 'আশা করছি যে বিষয়টা একদিন দিনের আলো দেখবে। যদি সেটা হয়, তাহলে আমি একেবারেই অবাক হব না।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।