বাংলা নিউজ > ময়দান > KKR vs GT: শুরুতেই আউট হয়েও বেঁচে যান রাসেল, ভাগ্য সঙ্গ দিলেও কলকাতাকে জেতাতে পারেননি দ্রে রাস, ভিডিয়ো

KKR vs GT: শুরুতেই আউট হয়েও বেঁচে যান রাসেল, ভাগ্য সঙ্গ দিলেও কলকাতাকে জেতাতে পারেননি দ্রে রাস, ভিডিয়ো

ভাগ্যের সাহায্য পেয়েও কলকাতাকে জেতাতে পারলেন না রাসেল। ছবি- আইপিএল।

গুজরাট টাইটানসের বিরুদ্ধে ব্যাট হাতে মাঠে নেমেই বাউন্ডারি লাইনে ধরা পড়ে যান আন্দ্রে রাসেল। তবে ভাগ্য ভালো হওয়ায় সে যাত্রায় আউট হয়েও বেঁচে যান কলকাতা নাইট রাইডার্সের ক্যারিবিয়ান তারকা।

ভাগ্যের সাহায্য পান মাঠে নেমেই। আউট হয়েও বেঁচে যান আন্দ্রে রাসেল। তার পরেই ব্যাট হাতে ঝড় তোলেন ক্রিজে। যদিও শেষবেলায় ফের আউট হয়ে বসায় নাইট রাইডার্সকে ম্যাচ জেতাতে পারেননি দ্রে রাস।

১২.১ ওভারে যশ দয়ালের বলে রিঙ্কু সিং ঋদ্ধিমান সাহার দস্তানায় ধরা পড়ার পরে ব্যাট হাতে ক্রিজে আসেন আন্দ্রে রাসেল। প্রথম বলে কোনও রান সংগ্রহ করতে পারেননি তিনি। দ্বিতীয় বলেই চার মারেন দ্রে রাস। তবে নিজের তৃতীয় বলেই ফাইন-লেগ বাউন্ডারিতে ধরা পড়েন রাসেল।

আরও পড়ুন:- DC vs RR: নো বল বিতর্কের শুরু থেকে শেষ, ঠিক কী ঘটেছিল শেষ ওভারে, দেখুন সম্পূর্ণ ভিডিয়ো

বোলার যশ-সহ গুজরাট টাইটানসের ক্রিকেটাররা যখন সেলিব্রেশনে ব্যস্ত, ঠিক তখনই নো-বলের সাইরেন বেজে ওঠে। যশ দয়ালের ওভারস্টেপের জন্য সে যাত্রায় আউট হয়েও বেঁচে যান ক্যারিবিয়ান তারকা। জীবনদান পাওয়ার পরে যশ দয়ালের সেই ওভারেই জোড়া ছক্কা হাঁকান রাসেল।

নো বলে আউট হয়ে রাসেলের বেঁচে যাওয়ার ভিডিয়ো দেখতে ক্লিক করুন:- https://www.iplt20.com/video/43542/dayal-vs-russell-a-tale-of-one-no-ball-and-two-sixes

জয়ের জন্য শেষ ওভারে কলকাতার দরকার ছিল ১৮ রান। রাসেল ক্রিজে ছিলেন বলেই কেকেআর সমর্থকরা আশায় বুক বেঁধে ছিলেন। আলজারি জোসেফের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নাইট শিবিরে উদ্দীপনা বাড়িয়ে তোলেন দ্রে রাস। তবে ঠিক তার পরের বলেই আউট হয়ে বসেন তিনি। ১৯.২ ওভারে জোসেফের বলে ফার্গুসনের হাতে ধরা পড়েন রাসেল। সাজঘরে ফেরার আগে ১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ২৫ বলে ৪৮ রান করেন তিনি। কলকাতা ৮ রানে ম্যাচ হেরে মাঠ ছাড়ে।

বন্ধ করুন