গ্রপ লিগের শেষ ম্যাচে অনবদ্য হাফ-সেঞ্চুরি করে দিল্লিকে নক-আউটের টিকিট এনে দেন নীতিশ রানা। এবার প্রি-কোয়ার্টারেও ব্যাটে-বলে অল-রাউন্ড অবদান রেখে নিজের রাজ্যদলকে চলতি বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে তুললেন কেকেআর তারকা।
উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রি-কোয়ার্টারে বল হাতে ২টি উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৮১ রানের ঝকঝকে ইনিংস খেলেন রানা। ৮৮ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ১টি ছক্কা মারেন।
যদিও দিল্লির জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ক্যাপ্টেন প্রদীপ সাঙ্গওয়ান এবং উইকেটকিপার অনূজ রাওয়াতও। সাঙ্গওয়ান প্রথমে বল হাতে ৩টি উইকেট নেন। পরে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ৫৮ রান করে অপরাজিত থাকেন। ৪৯ বলের ইনিংসে তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। রাওয়াত ৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৯৫ রান করে নট-আউট থেকে যান।
অরুণ জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে উত্তরাখণ্ড নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৮৭ রান তোলে। কমল সিং ৭৭, জয় বিস্তা ৩১, কুণাল চান্ডেলা ৬২ ও সৌরভ রাওয়াত ৪৪ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ৪৮.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৮৯ রান তুলে ম্যাচ জিতে যায়। দিল্লি কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নামবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।