বাংলা নিউজ > ময়দান > রাহুল-হার্দিক আমায় আত্মবিশ্বাস জুগিয়েছিলেন, অতীতের গল্প ফাঁস করলেন পাক তারকা রউফ

রাহুল-হার্দিক আমায় আত্মবিশ্বাস জুগিয়েছিলেন, অতীতের গল্প ফাঁস করলেন পাক তারকা রউফ

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান জার্সিতে হ্যারিস রউফ। ছবি- এএনআই। (ANI)

টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে পাকিস্তানের হয়ে খেলতে দেখে, রাহুল-হার্দিক বেশ খুশি হয়েছিলেন বলে জানান হ্যারিস রউফ।

অল্প সময়েই নিজের আন্তর্জাতিক কেরিয়ারে পাকিস্তানের হয়ে বেশ নজর কেড়েছেন হ্যারিস রউফ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও বেশ ভালই বল করেছিলেন। এবার সাম্প্রিতক এক সাক্ষাৎকারে দুবাইয়ে ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচের এক ঘটনা সকলের সামনে আনলেন পাক ফাস্ট বোলার।

হ্যারিস জানান, তাঁর কেরিয়ারের শুরুর সময় ভারতীয় দলের দুই তারকা ক্রিকেটার লোকেশ রাহুল এবং হার্দিক পান্ডিয়া তাঁকে বেশ আত্মবিশ্বাস জোগান। পাশপাশি তাঁরা বেশ কয়েকদিন আগে হ্যারিসের সঙ্গে সাক্ষাৎ হলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে চিনতে কোনোরকম ভুল করেননি। আদপে বিশ্বকাপের আগেও ভারতীয় দলের ব্যাটারদের বিরুদ্ধে বল করার অভিজ্ঞতা রয়েছে হ্যারিসের। তবে তা ম্যাচে নয়, নেটে। ২০১৮-১৯ সালের অস্ট্রেলিয়ান সফরে, সিডনিতে ভারতীয় দলের নেট বোলার ছিলেন হ্যারিস। 

সেই ঘটনার স্মৃতিচারণ করে ২৮ বছর বয়সী ফাস্ট বোলার paktv.tv-কে এক সাক্ষাৎকারে জানান, ‘আমি এর আগেও সিডনিতে নেট বোলার হিসেবে ওদের বিরুদ্ধে বল করেছিলাম। সেখানেই ওদের বলেছিলাম যে একদিন আন্তর্জাতিক স্তরেও ওদের বিরুদ্ধে বল করব। হার্দিক পান্ডিয়া এবং লোকেশ রাহুল, দুইজনেই কিন্তু আমাকে আত্মবিশ্বাস জুগিয়ে বলেছিলেন যে, আন্তর্জাতিক স্তরে বল করার দক্ষতা রয়েছে আমার মধ্যে। তারপর যখন বিশ্বকাপে আমাদের দেখা হয়, ওরা কিন্তু আমাদের মধ্যেকার সব কথোপকথন মনে রেখেছিল। ওরা আমাকে পাকিস্তান জার্সিতে খেলতে দেখে ভীষণ খুশি হয়।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন