বাংলা নিউজ > ময়দান > ক্রিকেটটা ভালো খেলা ছাড়া কিছু করতে পারি না, অফ ফর্মের সময় ভক্তদের কটাক্ষ নিয়ে হতাশ রাহুল

ক্রিকেটটা ভালো খেলা ছাড়া কিছু করতে পারি না, অফ ফর্মের সময় ভক্তদের কটাক্ষ নিয়ে হতাশ রাহুল

কেএল রাহুল (AFP)

শেষ কয়েক মাসে কেএল রাহুলের ব্যাটে একেবারেই নেই ধারাবাহিকতা। গত বছর টি-২০ বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে ছিলেন না তিনি। এর পরপরেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভারতীয় দলে নিজের জায়গা হারান তিনি। টেস্টেও ভারতীয় দলের সহ অধিনায়কত্ব হারান তিনি।

শুভব্রত মুখার্জি: যে কোনও ক্রীড়ার জগতেই যে কোনও তারকা ক্রীড়াবিদের খারাপ সময় যেতেই পারে। ক্রিকেটার হোক কিংবা ফুটবলার কেরিয়ারে কোনও না কোনও সময়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। ভারতের সিনিয়র কিপার ব্যাটার কেএল রাহুলও তার ব্যতিক্রম নন। চলতি আইপিএল থেকে ডান থাইয়ের চোটের কারণে ছিটকে যেতে হয়েছে তাঁকে। ইতিমধ্যেই ইংল্যান্ডে তাঁর অপারেশনও করা হয়ে গিয়েছে। আপাতত ২২ গজে প্রত্যাবর্তনের লড়াই চালাচ্ছেন তিনি। এমন আবহেই বেশ আবেগতাড়িত শোনালো কেএল রাহুলকে। তিনি অকপটে জানিয়ে দিলেন খারাপ সময়ে এমনিতেই মানসিকভাবে চাপে থাকি। সেই সময়ে ভক্তদের কটাক্ষ পরিস্থিতি আরও খারাপ করে দেয়।কঠিন পরিস্থিতিকে কঠিনতর করে দেয়।

শেষ কয়েক মাসে কেএল রাহুলের ব্যাটে একেবারেই নেই ধারাবাহিকতা। গত বছর টি-২০ বিশ্বকাপে একেবারেই ভালো ফর্মে ছিলেন না তিনি। এর পরপরেই সংক্ষিপ্ত ফর্ম্যাটে ভারতীয় দলে নিজের জায়গা হারান তিনি। টেস্টেও ভারতীয় দলের সহ অধিনায়কত্ব হারান তিনি। চলতি বছরের বর্ডার-গাভাসকর ট্রফিতেও শেষ দুটি টেস্টে বাদ পড়তে হয়েছিল‌ তাঁকে। তার উপর বাঁধ সেধেছে চলতি আইপিএলে তাঁর হ্যামস্ট্রিং চোট।‌ যার ফলে আইপিএলে তাঁর অভিযান তো শেষ হয়েই গিয়েছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে গিয়েছেন তিনি।

ইউটিউবার রণবীর আল্লাবাদিয়ার পডকাস্টে রাহুল জানিয়েছেন 'আমি জানি শেষ কয়েকটা মাস আমার একেবারেই ভালো যায়নি। তবে তারপরেও যে সমর্থনটা আমি পেয়েছি তাতে আমি কৃতজ্ঞ। আমার জীবনে আমি কিছু তো ভালো করেছি,শুধু ক্রিকেটার হিসেবে নয় মানুষ হিসেবেও নিশ্চয় কিছু ভালো করেছি। না হলে এই সমর্থনটা পেতাম না। আর এর থেকে বুঝতে পারি মানুষদের উপর আমার নিশ্চয় ভালো প্রভাব কিছু ছিল। বর্তমান সময়ে নেতিবাচক কমেন্ট করাটা খুব সোজা। যখন কারও খারাপ সময় চলে তখন এইসব নেতিবাচক কমেন্ট বেশি করা হয়। কারুর খারাপ সময় গেলে কিছু মানুষ এটা বেশি করে করেন। কিছু মানুষ মনে করে তাদের কাছে সেই ক্ষমতাটা রয়েছে যাতে করে তারা যা খুশি বলে দিতে পারেন। একজন যখন খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তখন সে এমনিতেই মানসিকভাবে খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। সেই সময়ে এইধরনের কটাক্ষ তাকে মানসিকভাবে আরো খারাপ সময়ের মধ্যে দিয়ে নিয়ে যায়। আমি তো ক্রিকেটটা ভালো খেলা ছাড়া অন্য কিছু করতে পারিনা। তাহলে কেন আমি ইচ্ছা করে খারাপ খেলতে যাব?'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন