বাংলা নিউজ > ময়দান > ধোনির মতো কাজ রাহুলের! বাংলাদেশে সিরিজ জিতে ট্রফি তুলে দিলেন তরুণদের হাতে

ধোনির মতো কাজ রাহুলের! বাংলাদেশে সিরিজ জিতে ট্রফি তুলে দিলেন তরুণদের হাতে

জয়ের পর ট্রফি হাতে ভারতীয় দল

সিরিজ জয়ের পরবর্তীতে অধিনায়ক কেএল রাহুলের এক হৃদয়স্পর্শী আচরণ মুগ্ধ করেছে সকলকে। সিরিজ জয়কে যখন ভারতীয় দল উদযাপন করছিল ঠিক তখন ট্রফিটি ভারতীয় তরুণ ক্রিকেটারের হাতে তুলে দেন রাহুল।

শুভব্রত মুখার্জি: বাংলাদেশের বিরুদ্ধে ২-০ ফলে টেস্ট সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার চোটের কারণে এই সিরিজে দলকে নেতৃত্ব দেন কিপার ব্যাটার কেএল রাহুল। প্রথম টেস্টে সহজে জেতার পর দ্বিতীয় টেস্টে রীতিমতো লড়াই করে জিততে হয় ভারতকে। সিরিজ জয়ের পরবর্তীতে অধিনায়ক কেএল রাহুলের এক হৃদয়স্পর্শী আচরণ মুগ্ধ করেছে সকলকে। সিরিজ জয়কে যখন ভারতীয় দল উদযাপন করছিল ঠিক তখন ট্রফিটি ভারতীয় তরুণ ক্রিকেটারের হাতে তুলে দেন রাহুল।

প্রসঙ্গত ভারতীয় দলে এই প্রথা প্রথম চালু করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। তিনি অধিনায়ক থাকাকালীন এই রীতি চালু করেন। এরপর বিরাট কোহলি,রোহিত শর্মাদের সময়ও এই প্রথা চালু ছিল। যা ফের একবার দেখা গেল অধিনায়ক রাহুলের সময়তেও। এদিন ট্রফি নিয়ে উদযাপনের সময়তেই অধিনায়ক কেএল রাহুল ট্রফিটি তুলে দেন সৌরভ কুমারের হাতে। উল্লেখ্য চোটের কবলে পড়া রবীন্দ্র জাদেজার পরিবর্তে দলে জায়গা পেয়েছিলেন সৌরভ। সৌরভ কুমার উত্তরপ্রদেশের একজন বাঁহাতি স্পিনার।

উল্লেখ্য প্রফেশনাল ক্রিকেটার হওয়াই সৌরভ কুমারের স্বপ্ন। আর সেই কারণেই তিনি ভারতীয় এয়ার ফোর্সের চাকরি পর্যন্ত ছেড়ে দেন। তবে স্কোয়াডে থাকলেও বাংলাদেশ সিরিজে প্রথম একাদশে জায়গা হয়নি তাঁর। ফলে অভিষেকের জন্য তাঁকে অপেক্ষা করতে হবে পরবর্তী সিরিজের জন্য। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ জিতে ট্রফি নিয়ে উদযাপনে মাততে দেখা যায় তাঁকে। তাঁর পাশে এই উদযাপনে যোগ দেন তাঁর সতীর্থরা। এরপর তিনি ট্রফিটি তুলে দেন জয়দেব উনাদকাটকে। প্রসঙ্গত উনাদকাট ও ১০ বছর পরে ফের জাতীয় দলের হয়ে টেস্ট খেলার সুযোগ পেলেন।

বন্ধ করুন