পার্লে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই-এ সকলের নজর বিরাট কোহলির উপরেই ছিল। ৭ বছর পরে প্রথম বার প্লেয়ার হিসেবে খেলতে নেমেছিলেন কোহলি। অধিনায়ক হিসেবে নয়। অন্যের নেতৃত্বে এ দিন খেলেছেন তিনি। কোহলি চাপমুক্ত হয়ে কতটা ভালো খেলেন, সেটাই সকলের নজরে ছিল। আর খেলতে নেমেই নতুন নজির গড়ে ফেললেন বিরাট কোহলি। ছাপিয়ে গেলেন সচিন তেন্ডুলকরকে। আগেই ছাপিয়ে গিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনিকেও।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিদেশের মাটিতে ওডিআই-এ সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন কোহলি। সচিনের ৫০৬৫ রান এ দিন টপকে যান তিনি। পিছনে ফেলেছেন ধোনিকেও। ধোনির সংগ্রহ ৪৫২০ রান। কোহলি এ দিন পার্লে বেশ ভালো ছন্দেই ছিলেন। ৬৩ বলে ৫১ রান করেছেন তিনি। ৩টি চার মেরেছেন। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিদেশের মাঠে সর্বোচ্চ রানের রেকর্ড এখন কোহলির ঝুলিতে।
আর বিশ্বের মধ্যে কোহলি এ দিন রিকি পন্টিংয়ের ৫০৯০ রানের রেকর্ডও টপকে গিয়েছেন। বিশ্বের মধ্যে অ্যাওয়ে ওডিআই-এ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তাঁর সংগ্রহ ৫৫১৮ রান। সাঙ্গাকারাকেও হয়তো কোহলি খুব শীঘ্রই টপকে যাবেন, আশায় রয়েছেন তাঁর ভক্তরা।