ঋষভ পন্থকে মাত্রাছাড়া সমালোচনা করে একঘরে করে দেওয়া উচিত নয় বলে জানালেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। গত দুটি সিরিজে একেবারেই রান পাননি পন্থ। অনেক সময়েই খারাপ শট খেলে আউট হয়েছেন তিনি। অল্প কিছুদিন আগেই যাকে ধোনির উত্তরসূরী বলা হচ্ছিল, তাঁকেই দল থেকে বাদ দেওয়ার জন্য সোচ্চার হয়েছেন সমর্থক ও মিডিয়ার একাংশ। এই সংকটের সময় পন্থের পাশে এসে দাঁড়ালেন কোহলি।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রাক্কালে কোহলি বলেন যে ঋষভের ক্ষমতার ওপর তাঁদের পূর্ণ আস্থা আছে। তিনি বলেন যে শেষ পর্যন্ত খেলোয়াড়কেই মাঠে পারফর্ম করতে হবে, কিন্তু দলের দায়িত্ব তাঁকে একটু স্পেস দেওয়ার। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের সময় কিছু ভুল-ভ্রান্তির জন্য দর্শকদের থেকে বিরূপ প্রতিক্রিয়া পেয়েছিলেন পন্থ। সেই প্রসঙ্গে কোহলি বলেন যে দর্শকদের আরও সংযমী হতে হবে। ঋষভ আবার কী ভুল করতে যাচ্ছে সেটা না ভেবে দর্শকদের তাঁকে সমর্থন ও উত্সাহ প্রদান করা উচিত বলে মনে করেন কোহলি।
এমন ভাবে পন্থকে কোণঠাসা করে দেওয়া উচিত নয় যাতে সে মাঠেই নার্ভাস হয়ে পড়ে বলে জানান ভারতীয় অধিনায়ক। পন্থকে যদি ভারতীয় দলে অনেকদিন খেলতে হয় তাহলে সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে বলেও জানান কোহলি।
আইপিএলের উদাহারণ দিয়ে কোহলি বলেন যে পন্থের ম্যাচ জেতানোর ক্ষমতা নিয়ে কোনও প্রশ্ন থাকতে পারে না। পন্থ আইপিএলে খোলা মনে চাপহীন ভাবে খেলেন বলেই সাফল্য পান বলে মনে করেন কোহলি।ফ্যাঞ্চাইসি ক্রিকেটে যেমন পন্থকে দর্শকরা মর্যাদা দেন, তেমন আন্তর্জাতিক ক্রিকেটেও করা উচিত বলে মনে করেন কোহলি। তবে আইপিএলে ওপেন করলেও ভারতের হয়ে পন্থের ওপেন করার কোনও সম্ভাবনা নেই বলেও জানান কোহলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।